Last Updated on 6 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: ভারত এবং নেপালের পর এবার মালয়েশিয়াও বাংলাদেশে অবস্থান করা নিজেদের নাগরিকদের ফিরিয়ে নিল ।
আজ মঙ্গলবার (২৩ জুলাই) এয়ার এশিয়ার এক চার্টার্ড বিমানে ১২১ জন মালয়েশিয়ানকে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা হয়। এদের মধ্যে ৮০ জন শিক্ষার্থী।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিয়ন।
তিনি বলেন , ইন্টারনেট এবং মোবাইল ফোন সেবা বন্ধ থাকায় মালয়েশিয়া বাংলাদেশে তার নাগরিকদের সঙ্গে যোগাযোগ করতে পারছিল না।
তিনি জানিয়েছেন, অন্তত ৪০ জন শিক্ষার্থী, পাঁচ সেনা কর্মকর্তা এবং ১০ জন পাইলট বাংলাদেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।