সময়ের জনমাধ্যম

সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে আন্দোলনকারীদের বিক্ষোভ

Last Updated on 2 months by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা গণমিছিল কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছেন সাধারণ শিক্ষার্থী-জনতা।

শুক্রবার (২ আগস্ট) দুপুর পৌনে দুইটার দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সরেজমিনে দেখা যায়, সায়েন্স ল্যাব মোড়ের বায়তুল মা’মুর জামে মসজিদে জায়গা না হওয়ায় সামনের সড়কে নামাজ আদায় করেন সাধারণ মুসল্লিরা। পরে নামাজ শেষ করে বেলা ১টা ৫০ মিনিটের দিকে সায়েন্স ল্যাব মোড়ে অবস্থান নেন তারা। সেখানে সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়।

এ সময় বায়তুল মা’মুর মসজিদের সামনে থাকা বিপুলসংখ্যক পুলিশকে লক্ষ্য করে তারা ‘ভুয়া’, ‘ভুয়া’ বলে স্লোগান দেন।

শিক্ষার্থীরা বলছেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নেমেছেন। সারাদেশের শিক্ষার্থীদের ওপরে আইনশৃঙ্খলা বাহিনীর গুলি ও হত্যার প্রতিবাদে তারা রাস্তায় নেমেছেন।

এদিকে একই দাবিতে শাহবাগ মোড়ে বিক্ষোভ করছে সাধারণ ছাত্র-জনতা। এছাড়া উত্তরা, বাড্ডাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলন করতে দেখা যায় সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন পেশার শ্রেনীর মানুষ।