সময়ের জনমাধ্যম

ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলায় আহত ১০

Last Updated on 1 month by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ রকেট হামলা চালিয়েছে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাতে।

সোমবার (৭ অক্টোবর) ভোরে এই হামলার তথ্য দিয়েছে দেশটির পুলিশ সংস্থা। এই হামলায় দেশের উত্তরাঞ্চলে ১০ জন আহত হয়েছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হামলার বিষয়ে হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, হিজবুল্লাহযোদ্ধারা ইফায় ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি ১ ক্ষেপণাস্ত্র ছোড়ে । দুটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের শহরটিতে আঘাত হানে এবং আরও পাঁচটি ক্ষেপণান্ত্র তাইবেরিস থেকে ৬৫ দূরে দিয়ে আঘাত হানে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েলের ভূমধ্যসাগরীয় উপকূলে দুটি আর ৬৫ কিলোমিটার দূরে টাইবেরিয়াসে পাঁচটি রকেট আঘাত হেনেছে।

হামলায় কিছু ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে পুলিশ। আহত কয়েকজনকে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে।

সারভেইল্যান্স ক্যামেরায় হাইফাতে হিজবুল্লাহর রকেট আঘাত হানার মুহূর্ত রেকর্ড করা হয়েছে। হামলার স্থান ও কাল যাচাই করতে সমর্থ হয়েছে রয়টার্স।

এদিকে, লেবাননের রাজধানী বৈরুতে রোববার রাতেও হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার সময় বড় বিস্ফোরণে দক্ষিণ বৈরুত কেঁপে ওঠে। ইসরায়েলি হামলায় বেশ কয়েকজন লেবানিজ হতাহতের খবর পাওয়া গেছে।