সময়ের জনমাধ্যম

ইসরাইলে সামরিক সহায়তা বন্ধের হুমকি দিল যুক্তরাষ্ট্র

Last Updated on 4 weeks by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: গাজায় মানবিক পরিস্থিতির উন্নতি করতে ইসরায়েল সরকারকে ৩০ দিনের সময় বেঁধে দিয়েছে প্রধান মিত্র যুক্তরাষ্ট্র। তাদের কথা মতো এমনটা না করা হলে ইসরায়েলকে দেয়া মার্কিন সরকারের কিছু সামরিক সহযোগিতায় কাটছাঁট করা হবে বলেও সতর্ক করে দিয়েছে ওয়াশিংটন। খবর বিবিসির।

মঙ্গলবার (১৫ অক্টোবর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার জানিয়েছেন, গাজার মানবিক পরিস্থিতি উন্নয়নের স্বার্থে ইসরাইলকে সতর্ক করে চিঠি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন আর প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। আগামী ৩০ দিনের মধ্যে প্রত্যাশিত উন্নয়নের শর্ত দিয়ে গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে বাধা না দিতে বলেছেন তারা।

লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলের নির্বিচার হামলা নিয়েও উদ্বেগ জানানো হয়েছে। বলা হয়েছে, লেবানন পরিস্থিতিটি খুব নিবিড় পর্যবেক্ষণে রেখেছে যুক্তরাষ্ট্র।

এদিকে, গাজা ও লেবানন পরিস্থিতি নিয়ে সতর্ক করার দিনই ইসরাইলে পৌঁছেছে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা-থাডের চালান। মূলত ইরান ও লেবাননের রকেট ও ড্রোন হামলা প্রতিরোধে ইসরাইলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম শতভাগ সফলতা না পাওয়ায় দ্রুততম সময়ে থাডের চালান পাঠানোর উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন।

উল্লেখ্য, ২০১১ সাল থেকে আয়রন ডোম ব্যবহার করছে ইসরাইল। সূত্র: দ্য টাইমস্ অব ইসরাইল