Last Updated on 11 months by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: মেক্সিকোর কেন্দ্রীয় রাজ্য জাকাতেকাসে শনিবার (২৬ অক্টোবর) ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৬ জন।
একটি ট্রাক্টর ট্রেইলার পেছন থেকে যাত্রীবাহী ওই বাসকে ধাক্কা দিলে এটি নিয়ন্ত্রণ হারায় ও খাদে পড়ে যায়।খাদ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয় উদ্ধার কর্মীরা।
জেকাতেকাস গভর্নর ডেভিড মনরিয়ার স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, প্রাথমিকভাবে ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে। তবে পরবর্তীতে রাজ্যের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে প্রকৃত নিহতের সংখ্যা ১৯ বলে জানানো হয়। দুর্ঘটনার কারণ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তবে তার আগেই ট্রাক্টর ট্রেইলারের চালককে গ্রেপ্তার করা হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শনিবার (২৬ অক্টোবর) বাসটি যুক্তরাষ্ট্র-মেক্সিকোর সীমান্ত রাজ্য চিহুয়াহুয়া শহর চিউদাদ জুয়ারেজের দিকে যাচ্ছিল। পথে জাকাতেকাসে মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দেখা যাচ্ছে, উদ্ধারকর্মী, নিরাপত্তা রক্ষী মৃতদেহ উদ্ধারে কাজ করছেন।