সময়ের জনমাধ্যম

ইসরায়েলের মুহুর্মুহু হামলায় লেবাননে নিহত ৪০

Last Updated on 12 months by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইসরায়েলি বাহিনী লেবাননজুড়ে হামলার পরিমাণ বাড়িয়েছে । শনিবার (৯ নভেম্বর) ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে। খবর আল জাজিরার।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, শনিবার টায়ারের নিকটবর্তী শহরগুলোতেও বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী।এতে হিজবুল্লাহ ও এর মিত্র আমল গোষ্ঠীর সঙ্গে সম্পর্কিত উদ্ধারকারী বাহিনীগুলোর সাত চিকিৎসা কর্মীসহ ১৩ জন নিহত হন।

লেবাননের কর্তৃপক্ষ শনিবার জানিয়েছে, রাজধানী বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপকণ্ঠে ব্যাপক বোমাবর্ষণ চালিয়েছে ইসরায়েল।

এ ছাড়া লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, শুক্রবার শেষনাগাদ উপকূলীয় শহর টায়ারে ইসরায়েলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে।

লেবাননের কর্তৃপক্ষ বলছে, উদ্ধারকাজ চলমান আছে এবং হামলার পর মানবদেহের আরও কিছু বিচ্ছিন্ন অংশ খুঁজে পাওয়া গেছে, এগুলো শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষা করাতে হবে।

এ ছাড়া একইদিন ইসরায়েলি বাহিনী ঐতিহাসিক বালবেক শহরের আশপাশের পূর্বাঞ্চলীয় সমভূমিগুলোতেও বিমান হামলা চালায়, এতে অন্তত ২০ জন নিহত হয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, টায়ারে হামলা চালানোর পূর্ব মুহূর্তে শহরের বিভিন্ন অংশ খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সামরিক বাহিনী। তবে সর্বশেষ হামলা চালানোর আগে এ ধরনের কোনো নির্দেশনা দেয়নি ইসরায়েল।