সময়ের জনমাধ্যম

দাবানলে জ্বলছে হলিউড হিলস

Hollywood Hills is burning in a wildfire

Last Updated on 4 hours by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে অন্তত পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। দাবানল হলিউড হিলসসহ একাধিক এলাকায় ছড়িয়ে পড়েছে। এদিকে দাবানলের গতি ও ভয়াবহতায় দমকল কর্মীরা বিপর্যস্ত হয়ে পড়েছেন।

বুধবার (০৮ জানুয়ারি) সন্ধ্যায় হলিউড হিলসে নতুন করে আগুন লাগে, যা হলিউড বুলেভার্ড থেকে মাত্র কয়েকশ মিটার দূরে অবস্থিত। যেখানে গ্রুম্যানস চাইনিজ থিয়েটার, ওয়াক অফ ফেম ও এল ক্যাপিটান থিয়েটারের মতো দর্শনীয় স্থান আছে।

২৯ বছর বয়সী শ্যারন ইবারা এএফপিকে বলেন, অগ্নিকাণ্ডের খবর শুনে তিনি হলিউডে যান। সেখানে তিনি তার বস ও দুই সন্তানকে সাহায্য করতে এগিয়ে যান।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহরটিতে দাবানলে দেড় হাজারের বেশি ভবন পুড়ে গেছে। ফলে এক লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।

লস অ্যাঞ্জেলেস কাউন্টি ফায়ার চিফ অ্যান্থনি ম্যারোন বলেছেন, ‘আমাদের কর্মীরা বিপর্যয় মোকাবিলায় লড়াই করছে। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। তবে পরিস্থিতি সামলাতে লস অ্যাঞ্জেলেসে পর্যাপ্ত ফায়ার কর্মী নেই।’

পরিস্থিতি সামলাতে ঐতিহাসিক এলাকাটির কিছু সড়ক খালি করার নির্দেশ দেওয়া হয়। কারণ দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে হেলিকপ্টার থেকে পানি ছিটাচ্ছিলেন।

এলএএফডির মার্গারেট স্টুয়ার্ট বলেন, ‘আমাদের সময় নষ্ট করা ঠিক হবে না। আমরা চাই না মানুষ আটকে থাকুক। আমরা চাই সবাই নিরাপদে বেরিয়ে আসুক।’ এদিকে আকস্মিক দাবানলের কারণে হলিউডের রাস্তায় যানজট সৃষ্টি হয়। এতে মানুষের এলাকা ছাড়তে কিছুটা সমস্যায় পড়তে হয়।