Last Updated on 3 weeks by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: সাফল্যের সঙ্গে প্রথম বছর অতিবাহিত করল অনলাইন নিউজ পোর্টাল জাজিরা নিউজ। প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতেই মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছে জাজিরা নিউজ ।
প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৪ জানুয়ারি শুক্রবার রাজধানীতে জাজিরা নিউজ এর কার্যালয়ে পবিত্র কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
আইটি এক্সপার্ট মাজেদুর রহমান মাজেদ এর প্রানবন্ত সঞ্চালনায় জাজিরা নিউজ এর প্রকাশক নাজমুল হক বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন, ভারপ্রাপ্ত সম্পাদক সওকত হোসেন, বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন গেন্ডারিয়া প্রতিনিধি প্রভাত, মালয়েশিয়া প্রতিনিধি মোঃ জুম্মান হোসেন, শির্ক্ষার্থী ইমতিয়াজ আহম্মেদ তুহিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন ‘জাজিরা নিউজ’ সর্বদা নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে চলেছে। এরই ধারাবাহিকতায় আমরা আশা করি জাজিরা নিউজ এর এই অগ্রযাত্রা ভবিষ্যতে চলমান থাকবে এবং মানুষের আস্থা অর্জন করতে সমর্থ হবে।
পুরান ঢাকায় উক্ত অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন স্কুল-কলেজের শির্ক্ষার্থী সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।
জাজিরা নিউজ এর পক্ষ থেকে অনুষ্ঠানে আগত অতিথিদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
পরে সকলের অংশগ্রহনে জাজিরা নিউজ এর লোগো সম্বলিত প্রথম বর্ষপূর্তির কেক কাটা হয়।