Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে দেশটির পেরাক রাজ্যের ইপোহ জেলার বান্দার মেরু রায়া এলাকায় এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
পেরাক ফায়ার অ্যান্ড রেসকিউ বিভাগের (জেবিপিএম) অপারেশন শাখার সহকারী পরিচালক সাবারোজি নোর আহমদ জানান, ঘটনার খবর পাওয়ার পর মেরু রায়া ফায়ার স্টেশনের সাত সদস্যের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। নিহত ব্যক্তি ৪৩ বছর বয়সী এবং ঘটনার সময় তিনি নির্মাণস্থলে কাজ করছিলেন।
তিনি বলেন, প্রাপ্ত তথ্য অনুযায়ী দুর্ঘটনার পর আহত ব্যক্তি সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। অন্য শ্রমিকরা তাকে একটি ফাঁকা জায়গায় নিয়ে আসে এবং সাহায্যের চেষ্টা করে। অপারেশন দলের প্রধান আহত ব্যক্তির স্বাস্থ্য পরীক্ষা করেন এবং সিপিআর (কার্ডিওপালমোনারি রিসাসিটেশন) প্রদান করেন। সিপিআর হল একটি জীবন রক্ষাকারী চিকিৎসা পদ্ধতি, যা জরুরি অবস্থায় হৃৎপিণ্ড সচল এবং শ্বাস-প্রশ্বাস পুনরুদ্ধার করতে ব্যবহৃত হয়।
কিন্তু তাকে বাঁচানো যায়নি। কিছুক্ষণ পর তাকে মৃত ঘোষণা করা হয়। পরবর্তী ব্যবস্থা নেয়ার জন্য লাশ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
নিহতের দেশ ও বয়স প্রকাশ করলেও বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি কর্তৃপক্ষ।