Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় অবস্থানরত দেশের বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে যুক্ত সংবাদ কর্মীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সকল সদস্যদের উপস্থিতিতে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক মোঃ আবদুল কাদেরের সঞ্চালনায় বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানী কুয়ালালামপুরের একটি রেস্টুরেন্টে উক্ত সভা অনুষ্ঠিত হয় ।
এসময় কার্যনির্বাহী কমিটির সকল সদস্য বৃন্দ সংগঠনের বিভিন্ন বিষয় নিয়ে বিশদ আলোচনা করেন । এবং চলমান কমিটির (২০২৪- ২০২৫) মেয়াদ পূর্ণ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করেন সভার সভাপতি মোস্তফা ইমরান রাজু ।
পরে সভায় সকল সদস্যদের সর্বসম্মতিক্রমে নিউজএক্সপ্রেসবিডি প্রতিনিধি আমিনুল ইসলাম রতনকে সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন মালয়েশিয়া প্রতিনিধি জহিরুল ইসলাম হিরনকে সাধারন সম্পাদক করে নতুন কমিটি (২০২৫- ২০২৬) গঠন করা হয় ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন; সিনিয়র সহ- সভাপতি রফিক আহমেদ খান (বিডি নিউজ২৪), সহ-সভাপতি কায়সার হামিদ হান্না্ন (এনটিভি), সহ- সভাপতি মোঃ আবদুল কাদের (সময় টিভি), সহ-সভাপতি খন্দকার মোস্তাক রয়েল শান্ত (নিউজ২৪), যুগ্ন-সাধারন সম্পাদক সাঈদ হক (ওআইসি টুডে), সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস (এসএ টিভি), দপ্তর সম্পাদক সওকত হোসেন জনি (জাজিরা নিউজ) ও প্রচার সম্পাদক শাহাব উদ্দিন (সিএনআই) ।
কমিটির কার্যনির্বাহী সদস্যরা হলেন; মোস্তফা ইমরান রাজু (কালবেলা), ফরহাদ হোসেন (ফটো সাংবাদিক), ফরিদ উদ্দিন গাজী (এটিএন বাংলা), মাইনুল ইসলাম তুন (আইটিভি) বশির ইবনে জাফর (ঢাকা টাইমস ) ।
এসময় নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক তাৎক্ষনিক এক প্রতিক্রিয়ায় সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে বিগত দিনের ন্যায় আগামীতেও সকল সদস্য এবং বাংলাদেশ কমিউনিটির সার্বিক সহযোগিতা কামনা করেন ।
সাংবাদিকতায় দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি, নৈতিকতা ও আদর্শের জায়গাটি নিশ্চিত করার ব্যাপারে সকলের প্রতি আহ্বান জানিয়ে নতুন কমিটির দায়িত্বপ্রাপ্তরা নিজেদের যাত্রা শুরু করেন।
উল্লেখ্য, প্রবাসে সাংবাদিকতার মান বৃদ্ধি করা, অসহায় শ্রমিকদের পাশে দাঁড়ানোসহ বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এ সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করছে । এ ছাড়া মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসকে তথ্যগত সহযোগিতার পাশাপাশি দেশটিতে বাংলাদেশি কমিউনিটির শক্তি বৃদ্ধি ও সম্পর্ক উন্নয়নে কাজ করছে এ সংগঠন।