সময়ের জনমাধ্যম

প্রথম আলো পত্রিকা নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

Last Updated on 1 week by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: প্রথম আলো নিষিদ্ধ ও আনিসুল হকের শাস্তির দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল বিকালে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়।

ধর্মপ্রাণ মুসলিম জনতার ব্যানারে করা বিক্ষোভ মিছিল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের গোলচত্বর হয়ে জিয়া সড়কের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সভা হয়।

বক্তব্য রাখেন আগরপুর ডিগ্রি কলেজের ইসলামি স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম মাহমুদ ও একই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান আসাদ।

তারা আনিসুল হকের শাস্তি ও প্রথম আলো পত্রিকা বন্ধের দাবি জানান। সূ্ত্র, বাংলা নিউজ২৪.কম