সময়ের জনমাধ্যম

নাফ নদী থেকে ৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল ‘আরাকান আর্মি’

Arakan Army allegedly abducts 4 Bangladeshi fishermen from Naf river

Last Updated on 3 mins by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কক্সবাজারের টেকনাফে নাফ নদের মোহনায় মাছ ধরতে যাওয়া চার জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে মিয়ানমারের আরাকান আর্মি অপহরণ করেছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপের গোলারচর মুখ এলাকা থেকে তাদের ধরে নিয়ে যায়।

কোস্টগার্ডের শাহপরীরদ্বীপ স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বিষয়টি নিশ্চিত করেছেন। অপহৃত জেলেরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা নৌকার মাঝি মো. হাছান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬), মো. হাছান (১৬)।

লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব বলেন, ‘সকালে টেকনাফের শাহ পরীরদ্বীপ দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান চার জেলেকে নিয়ে ট্রলারসহ নাফ নদীতে মাছ ধরতে যান। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে একটি স্পিডবোট যোগে আসা সশস্ত্র ব্যক্তিরা ট্রলারটি ঘিরে ফেলে। পরে জেলেসহ ট্রলারটি মিয়ানমার অভ্যন্তরে নিয়ে যায়।’

টেকনাফ শাহপরীর দ্বীপের দক্ষিণ নৌ-ঘাটের সভাপতি বশির আহমেদ বলেন, মঙ্গলবার সকালে নাফ নদীতে শাহপরীর দ্বীপের ৪ জেলে মাছ ধরতে যান। পরে মিয়ানমারের আরাকান আর্মি নৌকাসহ তাদেরকে আটক করে নিয়ে যায়। এ ঘটনাটি স্থানীয় প্রশাসনকে জানানো হয়েছে।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “জনপ্রতিনিধি ও স্থানীয়দের কাছ থেকে জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।” ইউএনও নিশ্চিত করেছেন যে, বিজিবি ও কোস্টগার্ড সীমান্তে নিরাপত্তা এবং নজরদারি বাড়িয়েছে।