সময়ের জনমাধ্যম

বাংলাদেশ ক্রিকেট দলের প্রস্তুতি শুরু শনিবার থেকে

Last Updated on 4 weeks by zajira news

স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মিরপুরে পাঁচ দিনের অনুশীলন শেষে বাংলাদেশ ক্রিকেট দল গতকাল বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা ছেড়েছে । দুবাই পৌঁছে এক দিন বিশ্রাম নেবে টাইগার বাহিনী। এরপর শনিবার থেকে মূল অনুশীলন শুরু হবে তাদের।

এতে চ্যাম্পিয়নস ট্রফিতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে মাঠে থাকবেন মিরাজ। এর আগে ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে দলের সঙ্গে থাকতে পারেননি নিয়মিত অধিনায়ক শান্ত। সেই সিরিজে মূল অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন মিরাজ।

এবারের চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ দল। প্রধান কোচ ফিল সিমন্সের মতো অধিনায়ক শান্তও ট্রফি জয়ে চোখ রেখেছেন। এই একটি লক্ষ্য নিয়ে টুর্নামেন্টে টাইগার বাহিনী অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন তারা। জাতীয় দলের হাত ধরে এখন পর্যন্ত বৈশ্বিক কোনো শিরোপা জেতেনি বাংলাদেশ। এবার সেই শূন্যস্থান শান্ত বাহিনী পূরণ করতে পারেন কি না, সেটিই এখন সময়ের অপেক্ষা। তবে প্রস্তুতির কাজ চালিয়ে যাচ্ছেন লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাটিতে পাঁচ দিনের ক্যাম্প করেছে বাংলাদেশ দল।

এবারের টুর্নামেন্ট হাইব্রিড মডেলে হওয়ার কারণে টাইগারদের দুটি ভিন্ন দেশে গিয়ে প্রস্তুতি নিতে হবে। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আগামী ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সেজন্য শান্তদের আগে দুবাই ভ্রমণ করতে হয়েছে। বাংলাদেশের অনুশীলন শনিবার থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত চলবে।

এরপর সোমবার পাকিস্তান শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে। তারপর দুদিন অনুশীলন চালিয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। শান্ত বাহিনী ভারত ম্যাচ শেষে ২১ ফেব্রুয়ারি দুবাই থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে উড়াল দেবে । সেখানে ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের মুখোমুখি হবেন শান্তরা। তার আগে রাওয়ালপিন্ডিতে চলবে অনুশীলন। এরপর ২৭ ফেব্রুয়ারি প্রথম পর্বে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে।