সময়ের জনমাধ্যম

মিরপুরে এক রাতে ছয় স্থানে ডাকাতি, আতঙ্কে ব্যবসায়ীরা

Last Updated on 3 weeks by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: একদল সংঘবদ্ধ ডাকাত রাজধানীর মিরপুর ১০ নম্বর এ ব্লকের ২০ নম্বর লাইনে এক রাতে ছয়টি দোকান ও বাসায় হানা দিয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর রাত ৪টা ২০ মিনিটে একটি দামি প্রাইভেটকার থেকে তিন ব্যক্তি নেমে দোকানের তালা কেটে ডাকাতি করে।

প্রথমে ‘মা মনি’ স্টোরে হানা দেয় ডাকাত দল। তালা কেটে দোকানের মালপত্র ও নগদ টাকা লুট করে তারা চলে যায়। পরে আবার ফিরে এসে সাটার খুলে ক্যাশ বাক্স ও মূল্যবান সামগ্রী নিয়ে গাড়িতে তুলে নেয়। একই কৌশলে পাশের তিনটি দোকান ও দুটি বাসায় ডাকাতি চালায় চক্রটি।

‘মা মনি’ স্টোরের মালিক আরমান হোসেন বলেন, “সকালে এসে দেখি সাটার লাগানো, কিন্তু তালা ভাঙা। ক্যাশ বাক্স ও মালামাল উধাও।” পাঞ্জাবির দোকান মালিক আরিফুল ইসলাম ও সালমান বিরিয়ানি হাউজের মালিক রুবেল মিয়াও একই অভিযোগ করেছেন।

একই কৌশলে কাছাকাছি তিনটি দোকানে ডাকাতি করেছে একই চক্র। ভোর ৫টা পর্যন্ত চলে চক্রের অভিযান। এছাড়া ওই এলাকার আরো দুটি বাসায় একই সময় ডাকাতির ঘটনা ঘটেছে।

দোকানি রুবেল মিয়া বলেন, দোকানে ডাকাতির ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ এসে আলামত সংগ্রহ করেছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, একজন সবুজ স্যুট পরা ডাকাত আশপাশে নজর রাখছিলেন, বাকি দুইজন দোকানের মালামাল বের করছিলেন। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। প্রশাসনের কাছে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা।

Reendex

Must see news