Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় বিভিন্ন সময় অভিবাসন বিষয়ক অপরাধে আটক হওয়া ২৮ বাংলাদেশিসহ ১৩১ জন বন্দিকে সাজা শেষ হওয়ার পর নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির জোহর অভিবাসন বিভাগ।
জোহর অভিবাসন বিভাগ এক বিবৃতিতে জানায়, রোববার (২৩ ফেব্রুয়ারি) জোহর রাজ্যের পেকান নেনাস ডিপো থেকে গত এক সপ্তাহে ২৮ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
তালিকায় ২৮ জন বাংলাদেশি ছাড়াও মিয়ানমারের ৬৭, থাইল্যান্ডের ২১, পাকিস্তানের ১০, ভারতীয় ৪ এবং একজন ইউক্রেনীয় নাগরিক রয়েছেন।
একই সঙ্গে তারা যেন নতুন করে মালয়েশিয়ায় প্রবেশ করতে না পারে সেজন্য তাদের ‘কালো তালিকাভুক্ত’ করা হয়েছে। তাদের সবাইকে কুয়ালালামপুর বিমানবন্দরের টার্মিনাল কেএলআইএ ১ এবং কেএলআইএ ২ এর মাধ্যমে তাদের নিজ নিজ দেশে স্থানান্তর করা হয়।
স্থানান্তরিত এসব বন্দিদের নিজ নিজ দেশের দূতাবাস কর্তৃক নিজ নিজ দেশে স্থানান্তরের জন্য অস্থায়ী ভ্রমণ নথি ইস্যু করা হয়েছে।
অভিবাসন বিভাগ জানায়, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এবং অভিবাসন প্রবিধান ১৯৬৩-এর অধীনে বিভিন্ন অপরাধের জন্য সাজা শেষে তাদের সবাইকে নিজ নিজ দূতাবাস থেকে নাগরিকত্ব যাচাই পাস পাওয়ার পর আকাশপথে তাদের ফেরত পাঠানো হয়েছে।
অভিবাসন বিভাগ জানায়, বন্দিদের সঞ্চয় এবং তাদের নিজ নিজ পরিবারের খরচে প্রত্যাবাসনের টিকিটের অর্থায়ন করা হয়েছে ।