Last Updated on 2 days by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর বনানীর চেয়ারম্যানবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক নারী পোশাকশ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১০ মার্চ) সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরও এক নারী পোশাকশ্রমিক আহত হয়েছেন।
নিহতের নাম মিনারা আক্তার। আহত পোশাকশ্রমিকের নাম সুমাইয়া আক্তার। তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে দু’টি পোশাক কারখানার শ্রমিকেরা ওই এলাকার সড়ক অবরোধ করেছেন।
এতে বনানী, মহাখালী ও গুলশান এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বনানী থানার ওসি রাসেল সরকার বলেন, ‘রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছেন। তীব্র যানজটের তৈরি হয়েছে।’