Last Updated on 2 days by zajira news
নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: “ডিসেম্বরের ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি,” বলেন সিইসি।
ডিসেম্বরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে সব প্রস্তুতি এগিয়ে নেওয়ার কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। তিনি বলেছেন, “ডিসেম্বরের ইলেকশন হলে অক্টোবরে শিডিউল ঘোষণা করতে হবে। আমরা যাতে ওই টাইমলাইনটা মিস না করি, সেভাবে প্রস্তুতি নিচ্ছি।”
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক সোমবার (১০ মার্চ) নির্বাচনের প্রস্তুতি জানতে নির্বাচন ভবনে যান। তার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সিইসি। তিনি বলেন, “আসলে উনারা জানতে এসেছিলেন আমাদের প্রস্তুতি কী রকম আগামী সংসদ নির্বাচন নিয়ে। আমরা কোন পর্যায়ে আছি, কী ধরনের প্রস্তুতি চলছে।”
ব্রিটিশ হাই কমিশনার যে এ সম্পর্কে জানতে চেয়েছেন, সে কথা তুলে ধরে সিইসি বলেন, “উনারা কমিশনকে সহায়তা করতে চান। অবজারভার বিষয়ে জানতে চেয়েছেন। “আমরা যা যা করছি সব জানিয়েছি। ভোটার রেজিস্ট্রেশন, দল নিবন্ধনের জন্য বিজ্ঞপ্তির বিষয়টি জানিয়েছি। প্রকিউরমেন্টে যাব। যে কাজগুলো সময়সাপেক্ষ, সেগুলো ছয়-সাত মাস লাগে, সেসব আমরা শুরু করছি।”
সিইসি বলেন, “বিদেশি অবজারভার পলিসি হয়ত পরিবর্তন করতে হবে না; স্থানীয় অবজারভার পলিসি রিভাইজ করা হবে। সময় মত অবজারভার নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে।
“যেহেতু একটা টাইম লাইন আছে, আর্লিয়েস্ট ডিসেম্বর, এটাকে মাথায় রেখে আমরা প্রস্তুতি এগিয়ে নিচ্ছি।” ব্রিটিশ হাই কমিশনার ইসির কাজে অগ্রগতি জেনে ‘সন্তোষ প্রকাশ করেছেন’ বলে সিইসির ভাষ্য।
তিনি বলেন, “তারা অ্যাপ্রিশিয়েট করেছেন। তারা সেটিসফায়েড। পরবর্তী নির্বাচনে কী সাহায্য করতে পারে সে বিষয়ে জানতে চেয়েছে। পার্টি এজেন্টদের প্রশিক্ষণ, অবাজারভারদের নিয়ম কানুন সম্পর্কে পোলিং ডেতে দায়িত্ব কী, সে বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার অনুরোধ করেছি।”
ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক বলেন, তার দেশ বাংলাদেশে ‘ফ্রি, ফেয়ার ও ইনক্লুসিভ’ নির্বাচন দেখতে চায়। সিইসির সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমরা আলোচনার জন্য এসেছিলাম। জাতীয় নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে জেনেছি এবং আগামী সংসদ নির্বাচনে আমরা নির্বাচন কমিশনকে সহায়তা করতে আগ্রহী। “আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চাই।”