Last Updated on 6 months by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি হারুন এর “আ থিন ভয়েস অফ মাইগ্রেন্ট ওয়ার্কারস” শীর্ষক সংবাদ সম্মেলন।
গতকাল মঙ্গলবার (১৮ই মার্চ) বিকালে কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ের পিঠাঘর রেস্তোরার সভা কক্ষে ভুক্তভোগী মালয়েশিয়া প্রবাসী হারুন অর রশিদ এর নিজ উদ্দ্যেগে সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, পরিবারে সচ্ছলতা আনতে ২০১৮ সালের ১৩ই সেপ্টেম্বরে কলিং ভিসায় ফেল্ক্রা বারহেড কোম্পানীতে পাম বাগানের কাজে মালয়েশিয়াতে আসেন । পরিবারের সুখের কথা ভেবে তিনি জঙ্গলময় পরিবেশে কঠোর পরিশ্রম করে দীর্ঘ পায় ৬ বছর কাজ করেন।
হারুন আরো বলেন, ফেল্ক্রা বারহেড কোম্পানির দায়িত্বে থাকা স্থানীয় কর্মকর্তারা তাকে ভিসা নবায়ন করার আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু হঠাৎ করেই একদিন বিমান টিকেট ও ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া পাসপোর্ট দিয়ে তাকে বলা হয় দেশে চলে যেতে।
তিনি বলেন, ওই কর্মকর্তার কাছে জানতে চান কেন তাকে না জানিয়ে এবং কি কারনে জোর করে তাকে দেশে প্রেরন করবে? জবাবে উক্ত কোম্পানির কর্মকর্তারা বলেন, তার সাথে আর নতুন করে চুক্তি নবায়ন করবে না তারা। এমতাবস্থায় তিনি হয়ে পড়ে অবৈধ অভিবাসী।
হতাশা গ্রস্থ হারুন বলেন, কোম্পানির দারস্থ হয়েও সহায়তা না পাওয়ায় অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক লেবার ও মানবাধিকার সংস্থায়। সেখানে সহায়তার আশ্বাস পেলেও আলোর মুখ দেখেনি তিনি। পরিশষে দ্বারস্থ হয় নিজ দেশের দূতাবাসে। কর্মকর্তার রক্তচক্ষু সহ্য করেও সহায়তার পাবার আশায় জমা দেন প্রয়োজনীয় তথ্যাদি। দিন মাস পার হলেও নিজ দেশের দূতাবাসে প্রয়োজনীয় সহায়তা পেতে ব্যার্থ হয়ে হারুন সিদ্ধান্ত নেন স্বদেশ প্রত্যাবর্তনের।
এক প্রশ্নের জবাবে হারুন বলেন, ক্ষতিপূরণ বা অন্য কিছু চাইনা, দেশে যেতেও আমার কোন আপত্তি নেই, আমি শুধু জানতে চাই, বৈধ ভাবে এসে কেন কোম্পানী আমাকে অবৈধ করেছে এবং কেনই বা কালো তালিকা ভুক্ত হয়ে স্থানীয় ইমিগ্রেশনে ক্ষমা চেয়ে কেন দেশে যেতে হবে? আমি সবুজ পাতা, কেন আমাকে কালো করা হলো? আমিতো কোন অপরাধ করি নাই?
ভুক্তভোগী হারুনের দাবী, এমন ঘটনা শুধু তারই সাথেই ঘটেনি, মালয়েশিয়াতে অনেক প্রবাসী শ্রমিকের সাথে ঘটেছে। সরকার জেনেও কেন এসব ব্যাপারে পদক্ষেপ নেয় না, দূতাবাস তথ্য যাচাই না করেই শত শত কলিং এর অনুমোদন দেয়, বৈধ হয়ে বিদেশ পাড়ি দেয়ার পার মালয়েশিয়া এসে বিভিন্ন কারনে অবৈধ হয়ে যায়। সরকার সিন্ডিকেটের কাছে নতজানু হয়ে বিসর্জন দেয় রেমিটেন্স যোদ্ধা নামক প্রবাসী শ্রমিকের ভাগ্য।
সংবাদ সম্মেলন শেষে হারুন সকল প্রবাসীদেরকে তার পাশে থাকার আহ্বান জানান, দেশে ফিরেও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় লড়াই চলমান রাখবে বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া প্রবাসী জাহাঙ্গির হাওলাদার ও হান্নান মল্লিক।