সময়ের জনমাধ্যম

সূত্রাপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৫ জনেরই মৃত্যু

Last Updated on 3 weeks by zajira news

নিউজ ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর সূত্রাপুরে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ একই পরিবারের পাঁচ জনের সবাই মারা গেছেন।

সর্বশেষ বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পরিবারের কর্তা রিপন পেদা (৩৫)।

এর আগে তার তিন সন্তান—আয়েশা (১), রোকন পেদা (১৪) ও তামিম পেদা (১৬) জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এছাড়া স্ত্রী চাদনীও (২৮) দগ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় পুরো পরিবারই নিঃশেষ হয়ে গেলো।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, সর্বশেষ মারা যাওয়া রিপন পেদার শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ ছিল। পরিবারটির বাড়ি পটুয়াখালী জেলার রাঙাবালি উপজেলায়।

উল্লেখ্য, গত ১১ জুলাই দিবাগত রাত ১টার দিকে সূত্রাপুর কাগজি টোলা এলাকার একটি বাসায় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী দগ্ধ হন।

পরে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এরপর এক সপ্তাহের ব্যবধানে একে একে পরিবারের সবাই না ফেরার দেশে চলে গেলেন।