Last Updated on 2 weeks by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: মাইলস্টোন কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে বহু হতাহতের ঘটনায় শোকে কাতর পুরো দেশই।
মঙ্গলবার ছিল রাষ্ট্রীয় শোক। এমন শোকাবহ পরিবেশে মঙ্গলবার (২২ জুলাই) মাঠে নেমেছিল বাংলাদেশ ও পাকিস্তান। বাংলাদেশের জন্য ম্যাচটি ছিল ইতিহাস তৈরির। বুকে পাথর চাপা দিয়ে তারা দুর্দান্ত জয়ে সিরিজ নিশ্চিত করে ফেলেছে।
পাকিস্তানের বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম কোনও টি-টোয়েন্টি সিরিজ জয়। এই সাফল্য বিমান দুর্ঘটনায় নিহতদের উৎসর্গ করেছেন অধিনায়ক লিটন দাস।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে লিটন বলেছেন, ‘সোমবার বাংলাদেশে যা ঘটেছে, সেটা খুবই দুঃখজনক ও মর্মান্তিক। আমরা এই জয়টি উৎসর্গ করতে চাই সেই সব মানুষদেরকে, যারা গতকালের ঘটনার শিকার হয়েছেন ও প্রাণ হারিয়েছেন।’
মঙ্গলবার মিরপুরে আগে ব্যাটিং করে ১৩৩ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের লড়াকু সংগ্রহে বড় অবদান জাকের আলীর। তিনি ৪৮ বলে ৫৫ রানের ইনিংস খেলে অবদান রাখেন। ১৩৪ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের টপ অর্ডার থেকে মিডল অর্ডার। শেষ পর্যন্ত তারা ১২৫ রানে অলআউট হলে বাংলাদেশ ৮ রানের জয় পায়। এই জয়ে ম্যাচ সেরা হন জাকের।
সংবাদ সম্মেলনে জাকের জানালেন বুকে চাপা কষ্ট নিয়েই তারা মাঠে নেমেছিলেন, ‘বিষয়টা কঠিন ছিল। সোমবারের ঘটনায় বুক খুব ভারি হয়েই কেটেছে আসলে। এরকম মর্মান্তিক দুর্ঘটনা আসলে কারোই কাম্য না। সবার জন্য দোয়া করেছি। যারা নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আর যারা বেঁচে আছেন তারা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান।’
জাকের আরও বলেন, ‘দলে হিসেবে আমাদের মাঠে পারফরম্যান্স করা কঠিন ছিল। সবারই মন খারাপ ছিল। কিন্তু আমরা পেশাদার, আমাদের মাঠে নামতেই হবে। সব ভুলে আমরা চেষ্টা করেছি আমাদের সেরাটা দেওয়ার ।’