Last Updated on 1 week by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের পদত্যাগের দাবিতে দেশটির রাজধানী কুয়ালালামপুরে হাজারো মানুষ জড়ো হয়েছে । এ কারণে শহরের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিক্ষোভকারীরা আনোয়ারের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙের অভিযোগ এনে তাঁর পদত্যাগ দাবি করেছে।
গতকাল শনিবার (২৬ জুলাই) সকাল থেকেই কুয়ালালামপুরের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন জড়ো হতে শুরু করে।
বিশেষ করে মারদেকা স্কয়ার এবং আশপাশে বিপুলসংখ্যক বিক্ষোভকারীকে দেখা গেছে। তাঁদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ছিল, যেখানে আনোয়ারের পদত্যাগ এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের দাবি জানানো হয়।
২০২২ সালে আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার পর এটাই মালয়েশিয়ায় বিরোধী দলগুলোর সবচেয়ে বড় বিক্ষোভ। গতকাল বিক্ষোভকারীরা শহরের কেন্দ্রস্থলের বিভিন্ন স্থানে এবং বৃষ্টির মধ্যেই মারদেকা স্কয়ারে জড়ো হন।
এ সনময় তাঁরা ‘তুরুন আনোয়ার’ বা ‘আনোয়ার পদত্যাগ করুন’ লেখা প্ল্যাকার্ড বহন করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ক্ষমতায় আসার আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণে ব্যর্থ হয়েছেন। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনগণের জীবনযাত্রার মান উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সরকারের ব্যর্থতা নিয়ে জনগণের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
বিক্ষোভকারী ফৌজি মাহমুদ বলেন, আনোয়ার এরই মধ্যে তিন বছর দেশ শাসন করেছেন এবং কোনো প্রতিশ্রুতি পূরণ করতে পারেননি। তিনি (আনোয়ার) বিনিয়োগ আনতে অনেক দেশে গিয়েছেন, কিন্তু এখনো কিছুই করতে পারেননি। জীবনযাত্রার ব্যয় এখনো ঊর্ধ্বমুখী।
সমাবেশে আনোয়ারের একসময়কার পরামর্শদাতা এবং বর্তমানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী মাহাথির মোহাম্মদ বলেন, তিন বছর হয়ে গেল, জনগণ কী পেয়েছে? আমার মনে হয়, তিনি (আনোয়ার) আমাদের কষ্ট দেখে আনন্দ পান। অনেক হয়েছে, দয়া করে পদত্যাগ করুন।
পুলিশ ও নগর কর্তৃপক্ষের অনুমান, সমাবেশে ১৮ থেকে ৫০ হাজার মানুষ অংশ নিয়েছেন।
অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বিক্ষোভ আনোয়ার সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। সূত্র : এএফপি, ব্লুমবার্গ