Last Updated on 2 days by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীর তেজগাঁও এলাকায় ঝটিকা মিছিলে অংশ নেওয়ার সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৯ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৬ সেপ্টম্বর) ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, শুক্রবার জুমার নামাজের পর তেজগাঁওয়ের রহিম মেটাল মসজিদের সামনে এ ঝটিকা মিছিল বের হয়।
খবর পেয়ে ডিবি পুলিশ ও স্থানীয় থানা পুলিশ দ্রুত সেখানে অভিযান চালায় এবং মিছিলে অংশগ্রহণকারী ৯ জনকে গ্রেপ্তার করে।
ডিবি পুলিশের কর্মকর্তারা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।