সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনারকে বিদায় সংবর্ধনা

শামীম আহসানকে বিদায় সংবর্ধনা

Last Updated on 1 month by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসানকে বিদায় সংবর্ধনা দিয়েছে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) হাইকমিশন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, হাইকমিশনের মিলনায়তনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী হাইকমিশনারকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকার সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিদায়ী সংবর্ধনায় হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বিদায়ী হাইকমিশনার শামীম আহসান মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে, বাংলাদেশ-মালয়েশিয়া দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তারা বলেন, প্রবাসীদের জন্য বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য হাইকমিশনারকে আন্তরিক ধন্যবাদ জানাই।

শামীম আহসান ২০২৩ সালের ২০ অক্টোবর মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তার দায়িত্বকালীন সময়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. আনোয়ার ইব্রাহিম বাংলাদেশ সফর করেন এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফর করেন।