Last Updated on 1 month by zajira news
চট্রগ্রাম প্রতিনিধি, জাজিরা নিউজ: চট্টগ্রামের চন্দনাইশে গ্যাস সিলিন্ডারের গুদামে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বৈলতলী ইউনিয়নের চরপাড়ায় এ ঘটনা ঘটে। প্রাথমিক তথ্য অনুযায়ী জানা যায়, একটি জ্বলন্ত সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, বৈলতলী এলাকার কবির আহম্মদের ছেলে ও দোকানের মালিক মাহবুবুর রহমান (৪৫), সাদেকের ছেলে মো. সৌরভ রহমান (২৫), মনজুর আলমের ছেলে কফিল উদ্দিন (২২),আব্দুর রহিমের ছেলে মোহাম্মদ রিয়াজ (১৭),ইউসুফের ছেলে মোহাম্মদ ইউনুস (২৬),আমীর আলীর ছেলে মোহাম্মদ আকিব (১৭),নুরুল ইসলামের ছেলে মো.হারুনুর রশিদ (২৯), নাসিমের ছেলে মোহাম্মদ ইদ্রিস (৩০), আমীর আলীর ছেলে মোহাম্মদ লিটন (২৮) এবং মৃত আবদুল জলিলের ছেলে মোহাম্মদ ছালেহ আহমদ (৩৩)।
স্থানীয় সূত্রে জানা যায়, চরপাড়ার ওই সিলিন্ডারের গুদামে ভোরে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গুদামে আশপাশে থাকা ১০ জন দগ্ধ হন। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
দগ্ধ হওয়া আহত সৌরভ বলেন, ‘কাজ করার সময় একজন শ্রমিক সিগারেট খাচ্ছিলেন। সেখান থেকে আগুনের সূত্রপাত হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘চন্দনাইশে দগ্ধ ১০ জনকে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এদের প্রায় সবাই শঙ্কামুক্ত।’