Last Updated on 1 month by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: কক্সবাজারের টেকনাফ উপজেলায় সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দ্যেশে জড়ো করা নারী ও শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করেছে যৌথ বাহিনী।
বৃহস্পতিবার রাতে উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয় বলে কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম উল হক জানিয়েছেন।
উদ্ধারদের মধ্যে ২৩ জন নারী, ২২ জন পুরুষ ও ২১ জন শিশু। তাদের অধিকাংশই রোহিঙ্গা নাগরিক।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, “বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কচ্ছপিয়া সংলগ্ন পাহাড়ি এলাকায় কিছু লোকজনকে সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করার খবর পায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে কোস্ট গার্ড ও নৌবাহিনীর একটি যৌথ দল সেখানে অভিযান চালায়।
“এ সময় ১৫ থেকে ২০ জন কৌশলে পালিয়ে যায়। পরে সেখানে পাহাড়ের চূড়ায় কয়েকটি গোপন আস্তানা থেকে ৬৬ জনকে উদ্ধার করা হয়।”
উদ্ধার ব্যক্তিরা বলছেন, টেকনাফে অপহরণ ও মানবপাচারকে কেন্দ্র করে কয়েকটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র সক্রিয় রয়েছে। চক্রের সদস্যরা তাদের কাউকে মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে পাঠানোর প্রলোভন দেখিয়ে, কাউকে মুক্তিপণের জন্য অপহরণ করে সেখানে জড়ো করে রেখেছিল।
কোস্টগার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম বলেন, এ ঘটনায় জড়িত পাচারকারিদের চিহ্নিত করতে কোস্টগার্ড কাজ করছে। পাশাপাশি উদ্ধারদের স্বজনদের কাছে হস্তান্তর করতে টেকনাফ থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।