Last Updated on 4 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: আগামী ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরের ক্রাফট কমপ্লেক্সে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল মালয়েশিয়া (BBFM) ২০২৫।
এই উপলক্ষে শনিবার (২০ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করেছে আয়োজক কমিটি মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম এসোসিয়েশন (এমবিএফএ)।
ফেস্টিভ্যালের উদ্দেশ্য বাংলাদেশকে নতুনভাবে মালয়েশিয়ার সামনে তুলে ধরা, অর্থনীতি, সংস্কৃতি, ঐতিহ্য, প্রবাসী গৌরব ও উদ্ভাবন প্রদর্শন, দুই দেশের বন্ধুত্ব জোরদার করা এবং প্রবাসীদের অবদানকে স্বীকৃতি দেওয়া।
পুরো আয়োজনজুড়ে থাকছে, প্রদর্শনী, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্যাশন শো, কনসার্টে বাংলাদেশ থেকে আসবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান ও জিনিয়া জাফরিন লুইপা, দেশীয় খাবার, শিক্ষা ও প্রতিভা উন্নয়ন কার্যক্রম, প্রবাসীদের সম্মাননা প্রদান এবং শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আয়োজনে থাকছে আরও অনেক কিছু।
ফেস্টিভ্যালে গেষ্ট অফ অনার হয়ে জোহর প্রদেশ এর রাজকুমারী তুংকু মারিয়াম জাহারাহ ও প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন বাংলাদেশ হাইকমিশনের অ্যাক্টিং হাই কমিশনার শাহানারা মনিকা।
এছাড়া কূটনীতিক, মালয়েশিয়ান অতিথি এবং প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন।
স্থানীয় বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে এবং বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বাড়াতে বিনিয়োগকারীদেরকে ফ্রেন্ডস অফ বাংলাদেশ সম্মাননা ক্রেস্ট প্রদান করবে অনুষ্ঠানের আয়োজক (এমবিএফএ)।এখানে অবস্থিত দূতাবাসের সাথে যোগাযোগ অব্যাহত রেখে ও তাদের সহযোগিতায় সম্পন্ন করা হবে বাংলাদেশ ব্রান্ডিং ফেস্টিভ্যালেটি।
ফেস্টিভ্যালে স্পন্সর হিসাবে অংশ নিয়েছে, ভাইয়া হোটেলস (Title Sponsor), ইনডেক্স গ্রুপ (Platinum Sponsor), রিমঝিম গ্রুপ (Gold Sponsor) সহ বিভিন্ন দেশীয় ব্র্যান্ড।
আয়োজকরা প্রবাসী বাংলাদেশি পরিবার, শ্রমিক, শিক্ষার্থী, উদ্যোক্তা ও পেশাজীবীদেরসহ বিভিন্ন দেশের নাগরিকদের উৎসবে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন। ২৭ সেপ্টেম্বর কুয়ালালামপুরে বাংলাদেশের উৎসবকে সবাই মিলে উদযাপন করা হবে।
ফেস্টিভ্যাল প্রাঙ্গন সকলের জন্য উন্মুক্ত থাকবে। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্রাফট কমপ্লেক্সে চলবে এই আয়োজন।