Last Updated on 3 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ঐতিহ্যবাহী ক্রাফট কমপ্লেক্সে গত শনিবার (২৭ সেপ্টেম্বর) দিনব্যাপী উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যাল ২০২৫।
মালয়েশিয়ায় অবস্থানরত পেশাজীবীদের সংগঠন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)-এর উদ্যোগে আয়োজিত এ মহোৎসবে অংশ নেন প্রবাসী বাংলাদেশি, মালয়েশিয়ান নাগরিক এবং বিদেশি বিনিয়োগকারীরা।

অনুষ্ঠানের গেস্ট অফ অনার ছিলেন জোহর প্রদেশের রাজকুমারী তুংকু মারিয়াম জাহারাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) প্রণব কুমার ভট্টাচার্য।
এ সময় এমবিএফএ আয়োজিত ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় বিভিন্ন বিদেশি বিনিয়োগকারীদের হাতে।
দিনব্যাপী বৈচিত্রময় আয়োজনে ছিল, বাংলাদেশি পণ্য ও দেশীয় খাবারের প্রদর্শনী, ফ্যাশন শো,সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও র্যাফেল ড্র। এক্সিবিশন জোনে প্রদর্শিত হয় বাংলাদেশের রিয়েল এস্টেট, ব্যাংক, খাদ্য, টেলিকম, তৈরি পোশাক, স্বাস্থ্য, শিক্ষা, পর্যটন ও হস্তশিল্প খাতের সম্ভাবনাময় দিকগুলো।
স্পন্সর ও সহযোগিতায় ছিলেন, টাইটেল স্পন্সর ভাইয়া হোটেলস, প্লাটিনাম স্পন্সর ইনডেক্স গ্রুপ, গোল্ড স্পন্সর রিমঝিম গ্রুপ, অন্যান্য স্পন্সর বিমান বাংলাদেশ, পিকোলা, প্রান, মৈত্রী, ফুড স্পন্সর স্টার কাবাবসহ অন্যান্য দেশীয় ব্র্যান্ড, মিডিয়া পার্টনার বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়া।
ফেস্টিভ্যালের অন্যতম আকর্ষণ ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খান তার গান দিয়ে দর্শককে মাতিয়ে তোলেন। পাশাপাশি প্রবাসী শিল্পীরা নাচ, গান ও ফ্যাশন শো পরিবেশন করেন, যা পুরো আয়োজনকে ভিন্নমাত্রায় নিয়ে যায়।

অনুষ্ঠানে এমবিএফএ কর্তৃক প্রকাশিত ম্যাগাজিন “বাংলাদেশ: ল্যান্ড অব স্টোরিজ” এর মোড়ক উন্মোচন করেন রাজকুমারী তুংকু মারিয়াম জাহারাহ ও কাউন্সেলর প্রণব কুমার ভট্টাচার্য এবং এমবিএফএ এর সভাপতি প্রোফেসর ড. মোঃ জাহাঙ্গির আলম। এ সময় ম্যাগাজিনটি অন্যান্য অতিথিদেরও মাঝে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, প্রফেসর ড. আহমেদ বোরহান, প্রফেসর ড. আবুল বাশার, প্রফেসর ড. আসিফ মাহবুব কারিম, প্রকৌশলী বাদলুর রহমান খান। এছাড়াও কূটনীতিক, মালয়েশিয়ান অতিথি এবং প্রবাসী সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ফেস্টিভ্যালে যোগ দেন ।
প্রবাসীরা মনে করেন, বাংলাদেশ ব্র্যান্ডিং ফেস্টিভ্যালের মতো আয়োজন বাংলাদেশের দেশীয় পণ্যের বাজার বিস্তারে, বিনিয়োগ আকর্ষণে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তারা আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।