সময়ের জনমাধ্যম

সুমুদ ফ্লোটিলার আটক কর্মীদের নিয়ে ইসরায়েল এখন কি করবে?

Last Updated on 3 weeks by zajira news

আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ইসরায়েলি অবরোধ ভেঙে ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ত্রাণ পৌঁছে দিতে বিদেশি কর্মীদের সর্বশেষ প্রচেষ্টা প্রায় ব্যর্থ হয়েছে। যদিও এখনো গ্লোবাল সুমুদ ফ্লোটিলার দুটি জাহাজ গাজা অভিমুখে রয়েছে। ইসরায়েলি বাহিনী বুধবার (০১ অক্টোম্বর) ৪০টিরও বেশি বেসামরিক নৌযানের বহর আটক করে। এসব নৌযানে প্রায় ৫০০ সংসদ সদস্য, আইনজীবী ও কর্মী ছিলেন।

আগের মতো এবারও আটক কর্মীদের ইসরায়েলে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরে তাদের বহিষ্কার করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

এই বহরে থাকা কয়েকজন, যেমন সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ, পূর্বেও অবরোধ ভাঙার চেষ্টায় ইসরায়েলি কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন।

তাদের তখন ফৌজদারি মামলায় অভিযুক্ত করা হয়নি, বিষয়টি অভিবাসন সংক্রান্ত বলে বিবেচনা করা হয়েছে। জুন মাসে থুনবার্গের বহর আটক হলে তিনি ও আরো তিনজন কর্মী বহিষ্কারের নথিতে স্বাক্ষর করেন এবং আপিলের জন্য ৭২ ঘণ্টার সুযোগ ছাড়াই তাৎক্ষণিকভাবে দেশ থেকে বের করে দেওয়া হয়।

তবে ফরাসি ইউরোপীয় পার্লামেন্ট সদস্য রিমা হাসানসহ আটজন কর্মী নথিতে স্বাক্ষর করতে অস্বীকার করেন। ইসরায়েলি মানবাধিকার সংগঠন আদালা পূর্ববর্তী অভিযানের মতো এবারও আটক কর্মীদের আইনি সহায়তা দেবে।

সংগঠনটির আইনি পরিচালক সুহাদ বিশারা বলেন, তার দল বন্দিদের দক্ষিণ ইসরায়েলের আশদোদ বন্দরে পৌঁছনোর অপেক্ষায় আছে। সেখান থেকে তাদের শনাক্তকরণ শেষে অভিবাসন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে, এরপর কেটজিওত কারাগারে নেওয়া হতে পারে।

তিনি বলেন, ‘আমাদের মূল উদ্বেগ এখন তাদের শারীরিক সুস্থতা এবং নিশ্চিত করা যে তারা ট্রাইব্যুনালের শুনানির আগে ও ইসরায়েলি কারাগারে অবস্থানকালে যথাযথ আইনি সহায়তা পান।

প্যারিসের সায়েন্সেস পো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ওমের শাটজ জানান, আগেরবার কর্মীদের যে স্থানে রাখা হয়েছিল, এবার তার পরিবর্তে কেটজিওতের মতো উচ্চ-নিরাপত্তার কারাগারে নেওয়া হতে পারে। কারণ একসঙ্গে ৫০০ জনকে প্রক্রিয়াজাত করা ইসরায়েলের জন্য কঠিন হবে। তবে তিনি উল্লেখ করেন, কেটজিওত কারাগার কঠোর পরিবেশের জন্য পরিচিত।

আদালা জানিয়েছে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষ পুনরায় অংশগ্রহণকারীদের রেকর্ড রাখে, তবে থুনবার্গ বা হাসানের মতো ব্যক্তিদের সাধারণত প্রথমবারের মতো স্বল্পমেয়াদি আটক ও বহিষ্কারের মধ্য দিয়েই যেতে হয়।

তবে সম্প্রতি ইসরায়েলি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির প্রস্তাব দিয়েছেন, এসব কর্মীর দীর্ঘমেয়াদি আটক করা হোক। আদালা সতর্ক করে বলেছে, এবার কর্মীদের আগের তুলনায় কঠোরভাবে মোকাবেলা করা হতে পারে।