Last Updated on 2 weeks by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের মাজার জিয়ারত করেছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বুধবার (৮ অক্টোবর) রাত ১১টার দিকে রাজধানীর শেরেবাংলা নগরস্থ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে পৌঁছায় বেগম জিয়ার গাড়িবহর। সেখানে গাড়িতে বসেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করেন সাবেক এই প্রধানমন্ত্রী।
এসময় বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলেন তার ছোটভাই মেজর অবসরপ্রাপ্ত মরহুম সাঈদ এসকান্দারের সহধর্মিণী এবং ছোটভাই প্রকৌশলী শামীম এসকান্দারের সহধর্মিণীসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
বুধবার রাতে বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারের সংবাদমাধ্যমকে পাঠানো বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে আরও জানানো হয়, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এ এফ এম সিদ্দিকী, অধ্যাপক ডা. জাফর আহমেদ, চেয়ারপার্সনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম, চেয়ারপার্সনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।