Last Updated on 1 week by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: এবারের শান্তির নোবেল পাচ্ছেন ভেনেজুয়েলার জনগণের ‘গণতান্ত্রিক অধিকার আদায়ের সংগ্রামে’ ভূমিকার জন্য দেশটির বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো।
নরওয়ের নোবেল ইন্সটিটিউট শুক্রবার (১০ অক্টোম্বর) অসলোতে এক সংবাদ সম্মেলনে ১০৬তম নোবেল শান্তি পুরস্কারের জন্য মারিয়া কোরিনা মাচাদোর নাম ঘোষণা করে। এ পুরস্কারের অর্থমূল্য এবার ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার।
হিরোশিমা আর নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলার ধ্বংসযজ্ঞ থেকে বেঁচে যাওয়া মানুষের হাত ধরে গড়ে ওঠা তৃণমূল সংগঠন ‘নিহোন হিদাংকিয়ো’ পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার লড়াইয়ে ভূমিকার জন্য গতবছর শান্তিতে নোবেল পেয়েছিল।