সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের নতুন হাইকমিশনারের পরিচয়পত্র পেশ

মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধানের সঙ্গে শুক্রবার (১৭ অক্টোবর) এক সৌজন্য সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

Last Updated on 2 days by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করে পরিচয়পত্র পেশ করেছেন দেশটিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

বাংলাদেশ হাইকমিশন জানিয়েছে, সাক্ষাৎকালে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান হাইকমিশনারকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং তাকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এরপর হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের উইজমা পুত্রার দক্ষিণ ও মধ্য-এশিয়া বিভাগের আন্ডার সেক্রেটারির সঙ্গেও বৈঠক করেন। বৈঠকে বিভিন্ন সমঝোতা স্মারক বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে কথা বলেন তারা।

হাইকমিশনারের এই গুরুত্বপূর্ণ কূটনৈতিক কর্মসূচিতে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি হাইকমিশনার মোসাম্মত শাহানারা মনিকা, কাউন্সিলর (রাজনৈতিক) ও হেড অফ চ্যান্সারি প্রণব কুমার ভট্টাচার্য এবং তৃতীয় সচিব (রাজনৈতিক) মোহাম্মদ তানজিম হুসাইন।