সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫-এ অংশগ্রহণ বাংলাদেশের

Last Updated on 1 day by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: দ্বিতীয় বারের মতো মালয়েশিয়ায় অনুষ্ঠিত মালাক্কা আন্তর্জাতিক হালাল ফেস্টিভাল ২০২৫-এ অংশগ্রহণ করেছে বাংলাদেশ।

মালয়েশিয়ার ঐতিহাসিক মালাক্কা প্রদেশের মালাক্কা আন্তর্জাতিক ট্রেড সেন্টার (এমআইটিসি) এ ১৬ থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চার দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হয়। খাদ্য ও পানীয়, হালাল ফ্যাশন, হালাল ট্যুরিজমসহ মোট ৯টি ক্লাস্টারে বিভক্ত ৪০০টি বুথে বাংলাদেশ, কোরিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ড, চীন, ইন্দোনেশিয়া, ইরান, তাইওয়ান ও মালয়েশিয়াসহ বিশ্বের আটটি দেশের প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করে। মালাক্কা প্রাদেশিক সরকারের পৃষ্ঠপোষকতায় মালাক্কা ইসলামিক রিলিজন (এমএআইএম) দ্বিতীয়বারের মতো এই মেলার আয়োজন করে।

১৮ অক্টোবর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রী ওয়াইএবি দাতুক সেরি উতামা এবি রউফ বিন ইউসুহ। উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী।

এ সময় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দপ্তরের (ধর্মীয় বিষয়ক) মন্ত্রী সিনেটর দাতো’ সেতিয়া ড. হাজী মোহাম্মদ নাঈম বিন হাজী মোখতার, ব্রুনাই, ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের আঞ্চলিক ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিবৃন্দ এবং সরকারি কর্মকর্তারা।

মেলায় বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতায় বরাদ্দকৃত বুথে বাংলাদেশের খ্যাতনামা প্রতিষ্ঠান প্রাণ অংশগ্রহণ করে এবং তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে মালাক্কা প্রদেশের মুখ্যমন্ত্রীসহ অন্যান্য অতিথিবৃন্দ বাংলাদেশের স্টল পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী ও তার সহধর্মিণী ফারজানা নাসরিন অতিথিদের স্বাগত জানান এবং বাংলাদেশের তৈরি পোশাক, পাটজাত পণ্য, সিরামিকস, ওষুধ, চামড়াজাত, প্লাস্টিক, খাদ্য ও পানীয় পণ্যের সম্ভাবনা তুলে ধরেন।

তিনি মালাক্কা রাজ্যে বাংলাদেশের হালাল পণ্যের বাজার সম্প্রসারণে মুখ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন এবং ভবিষ্যতে আরও বাংলাদেশি প্রতিষ্ঠানকে অংশগ্রহণে উৎসাহিত করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (বাণিজ্যিক) প্রণব কুমার ঘোষ, এবং প্রাণ গ্রুপের কর্মকর্তাবৃন্দ তাওসিফ কবির (বিভাগীয় প্রধান, সাউথ ডিভিশন), মোহাম্মদ পারভেজ (আঞ্চলিক ম্যানেজার, মালাক্কা ও নেগেরি সেম্বিলান) এবং তারেকুর রহমান আকাশ (মার্কেটিং এক্সিকিউটিভ) উপস্থিত ছিলেন।

হাইকমিশন জানায়, মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্যের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে বাংলাদেশের পণ্যের বাজার সম্প্রসারণে কুয়ালালামপুরসহ বিভিন্ন প্রদেশে বাণিজ্য মেলায় অংশগ্রহণসহ নানা উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। মালাক্কায় অংশগ্রহণের মাধ্যমে রাজধানীর বাইরে অন্যান্য গুরুত্বপূর্ণ প্রদেশেও বাংলাদেশের পণ্যের বাজার তৈরির সুযোগ সৃষ্টি হবে।

২০২৫ সালে এখন পর্যন্ত বাংলাদেশ হাইকমিশন মালয়েশিয়ার বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্য মেলায় চারবার অংশগ্রহণ করেছে।

এছাড়া হাইকমিশনের বুথে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যের পাশাপাশি আগামী ডিসেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিতব্য গ্লোবাল সোর্সিং এক্সপো ২০২৫, রপ্তানি, বিনিয়োগ ও পর্যটনবিষয়ক প্রকাশনা এবং তথ্যচিত্র প্রদর্শন করা হয়। প্রতিদিনই বহু ব্যবসায়ী, পরিবেশক ও দর্শনার্থী বাংলাদেশের বুথ পরিদর্শন করেন এবং বাংলাদেশের পণ্যসামগ্রীতে আগ্রহ প্রকাশ করেন।

মেলার শেষ দিনে সফল অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে আয়োজক কর্তৃপক্ষ বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরকে প্রদান করে সনদপত্র ও সম্মাননা স্মারক।