Last Updated on 12 hours by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার কুয়ালালামপুরে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে কুয়ালালামপুরের কোতারায়ার একটি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কালবেলার মালয়েশিয়া প্রতিনিধি (অনলাইন) মোস্তফা ইমরান রাজুর সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ।
জহিরুল ইসলাম হিরনের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন কালবেলার মালয়েশিয়া প্রতিনিধি বাপ্পী কুমার দাস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সিনিয়র সহসভাপতি রফিক আহমদ খান, সহসভাপতি কায়সার হামিদ হান্নান, সহসভাপতি খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, সাংবাদিক আশরাফুল মামুন, সাংবাদিক মোহাম্মদ আলী এবং বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার দপ্তর সম্পাদক ও জাজিরা নিউজ এর সিনিয়র সাব-এডিটর সওকত হোসেন জনি।
প্রধান অতিথির বক্তব্যে কালবেলার অনলাইন সম্পাদক পলাশ মাহমুদ মাল্টিমিডিয়া সাংবাদিকতায় তার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, চলমান সময়টা হচ্ছে মাল্টিমিডিয়া সাংবাদিকতার যুগ, মোজো সাংবাদিকতার যুগ। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদেরও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নিজেদের গড়ে তুলতে হবে। মাল্টিমিডিয়া সাংবাদিকতায় পিছিয়ে থাকলে সামগ্রিকভাবে সাংবাদিকতায় পিছিয়ে পড়ার আশঙ্কা থেকে যায়।
পলাশ মাহমুদ আরও বলেন, কালবেলা পাঠকের চাহিদার কথা বিবেচনায় রেখে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় জোর দেয়। তাতে কালবেলা যেমন সংবাদের পাঠক পেয়েছে, তেমনি দর্শকশ্রোতাদেরও আকৃষ্ট করতে সক্ষম হয়েছে। পাঠক-দর্শক-শ্রোতার সম্মিলিত ভালোবাসায় এগিয়ে যাচ্ছে দৈনিক কালবেলা। প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা আমাদের পাঠক-দর্শক-শ্রোতাদের শুভেচ্ছা জানাই।
সভায় বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালবেলাকে শুভেচ্ছা জানিয়ে বলেন, দৈনিক কালবেলা মাল্টিমিডিয়া প্রবাসীদের খবরাখবর খুব ভালোভাবেই প্রকাশ করে থাকে। এই ধারা অব্যাহত থাকবে আশা করি। অন্যান্য গনমাধ্যমকেও আমি রেমিট্যান্স যোদ্ধাদের খবর গুরুত্ব সহকারে প্রচারের আহ্বান জানাই।
লেখক-সাংবাদিক রফিক আহমদ খান বলেন, কোভিড-১৯ পরবর্তী সময়ে বাংলাদেশে নতুন মিডিয়াগুলোর মধ্যে দৈনিক কালবেলা পাঠক-দর্শক-শ্রোতার কাছে পৌঁছে জনপ্রিয় সংবাদ মাধ্যমে হয়ে উঠেছে। জনপ্রিয় এই সংবাদ মাধ্যমটির প্রতিষ্ঠাবার্ষিকীর উদযাপনে এর অন্যতম কারিগর অনলাইন সম্পাদককে আমাদের মাঝে পেয়ে আমরা আনন্দিত।
রফিক আহমদ খান আরও বলেন, তবে একজন পাঠক হিসেবে মনে করি— সংবাদ কন্টেন্টে জনপ্রিয়তার পাশাপাশি সংবাদের মান, সত্যতা ও মানুষের কল্যাণের দিকটা আরও বেশি বিবেচনায় থাকা জরুরি। দেশের অনেক মিডিয়ায় প্রবাস বিভাগের নিউজগুলো সম্পাদনায় যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় না। ফলে প্রবাসী সংবাদকর্মীরা সাংবাদিকতায় মানোন্নয়ন বা সাংবাদিকতায় আত্ম- উন্নোয়ন ঘটাতে পারছেন না।
সভাপতির বক্তব্যে মোস্তফা ইমরান রাজু বলেন, দৈনিক কালবেলা নবযাত্রা প্রকাশের অল্প সময়ের মধ্যে ঈর্ষণীয় পাঠকপ্রিয়তা পেয়েছে। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কালবেলার প্রবাসী পাঠকদের শুভেচ্ছা জানাই।
আলোচনা সভা শেষে পলাশ মাহমুদ প্রবাসী সাংবাদিকদের নিয়ে কেক কেটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।