Last Updated on 11 hours by zajira news
স্পোর্টস ডেস্ক, জাজিরা নিউজ: আর্জেন্টিনা পারল না দীর্ঘ ১৮ বছরের শিরোপা-খরা কাটাতে। দক্ষিণ আমেরিকার রেকর্ড চ্যাম্পিয়নদের কাঁদিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের শিরোপা জিতে ইতিহাস গড়েছে আফ্রিকার দেশ মরক্কো।
চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে রবিবার (২০ অক্টোবর) মরক্কো ২-০ গোলে আর্জেন্টিনাকে হারায়। দলের জয়ের নায়ক ফরোয়ার্ড ইয়াসির জাবিরি, যিনি একাই দুটি গোল করেন।
এটি মরক্কোর ইতিহাসে প্রথম অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ শিরোপা। এর আগে ২০০৫ সালের আসরে রানার্স-আপ হওয়াই ছিল তাদের সেরা সাফল্য। প্রায় দুই দশক পর আফ্রিকার এই দেশটি লিখল নতুন স্বর্ণালী অধ্যায়। অন্যদিকে, আর্জেন্টিনা এই নিয়ে দ্বিতীয়বারের মতো রানার্স-আপ হলো। ১৯৮৩ সালে প্রথমবার তারা ফাইনালে হেরেছিল। এরপর তারা মোট ছয়বার ট্রফি জিতলেও ২০০৭ সালের পর আর শিরোপা ছুঁতে পারেনি আলবিসেলেস্তেরা।
ফাইনালের পুরো ম্যাচজুড়ে আক্রমণ ও বল দখলে আধিপত্য ছিল আর্জেন্টিনার। তারা বল দখলে রাখে প্রায় ৭০ শতাংশ সময়, নেয় ২০টি শট। কিন্তু মরক্কোর মজবুত রক্ষণভাগ ও গোলরক্ষকের দৃঢ়তায় গোলের মুখ দেখেনি তারা। ম্যাচের ষষ্ঠ মিনিটেই মরক্কো প্রথম গোল পায়। ডি-বক্সের বাইরে ফাউলের সুযোগ থেকে ফ্রি-কিকে দারুণ বাঁকানো শটে দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। এরপর ২৮তম মিনিটে পাল্টা আক্রমণে ওথমান মামার ক্রস থেকে আবারও গোল করেন ইয়াসির।
দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা, কিন্তু মরক্কোর রক্ষণভাগের দৃঢ়তায় তা আর সম্ভব হয়নি। শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে মরক্কোর খেলোয়াড় ও সমর্থকরা।
টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ইয়াসির জাবিরি করেন মোট ৫ গোল। যদিও গোল্ডেন বুট জিততে পারেননি, তবু অসাধারণ পারফরম্যান্সে পান ‘সিলভার বল’ পুরস্কার। মরক্কোর ওথমান মামা জেতেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার ‘গোল্ডেন বল’। অপরদিকে, ফাইনালের আগ পর্যন্ত গোলশূন্য রেকর্ড রাখা আর্জেন্টাইন গোলরক্ষক সান্তিনো বার্বি পান ‘গোল্ডেন গ্লাভস’।