Last Updated on 2 weeks by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: সম্মেলনে যোগাদানের জন্য ভুয়া নথিপত্র ব্যবহার করার অভিযোগে মালয়েশিয়ায় ছয় বাংলাদেশিকে প্রবেশ করতে দেয়া হয়নি।
শনিবার (২৫ অক্টোবর) মালয়েশিয়ার বুকিত কাইয়ু হিটেমের ইমিগ্রেশন কাস্টমস বিভাগ ছয় বাংলাদেশির প্রবেশ বাতিল করে।
দেশটির বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির (একেপিএস) সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার কমান্ডার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কমিশনার মোহাম্মদ নাসারউদ্দিন এম নাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রাথমিক তদন্তে দেখা গেছে, ছদ্মবেশে থাকা বাংলাদেশিদের এই দলে চারজন পুরুষ ও দুজন নারী ছিলেন। যাদের বয়স ৩০–৫০ বছরের মধ্যে। চারজন পুরুষ ও একজন নারী কালো স্যুট পরিহিত ছিলেন, আর একজন নারী ঐতিহ্যবাহী শাড়ি পরিধান করে আকর্ষণীয়ভাবে উপস্থিত হয়েছিলেন।
স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা বলছেন, বাংলাদেশিদের চালচলন বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সির কর্মকর্তাদের চোখ এড়াতে পারেনি। পুঙ্খানুপুঙ্খ পরীক্ষার পর কর্মকর্তারা দেখতে পান যে এই ব্যক্তিদের কেউই নির্ধারিত প্রবেশ শর্তাবলী পূরণ করতে পারেননি।
মোহাম্মদ নাসারউদ্দিন বলেন, এই ব্যক্তিদের প্রকৃত পর্যটক হওয়ার বিষয়ে সন্দেহ রয়েছে এবং তাদের অন্য কোনো অবৈধ উদ্দেশ্য থাকতে পারে। বৈধ কাগজপত্র এবং প্রবেশ সংক্রান্ত সন্তোষজনক কারণ দেখাতে ব্যর্থ হওয়ায় তাদের একই প্রবেশ পথ দিয়ে নিজ দেশে ফেরত পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।
তিনি আরও বলেন, ‘বর্ডার কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি এজেন্সি সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ দেশের প্রবেশদ্বারকে সর্বোত্তম নিয়ন্ত্রণে রাখতে।


