সময়ের জনমাধ্যম

ট্রাম্পের উপস্থিতিতে থাইল্যান্ড-কম্বোডিয়া যুদ্ধবিরতি চুক্তি সই করল

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়া। মালয়েশিয়ায় সই হওয়া এ চুক্তিতে স্বাক্ষর করেন ট্রাস্প নিজেও।

Last Updated on 2 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে একটি ‘শান্তি চুক্তিতে’ স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার দুই প্রধানমন্ত্রী। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমও এসময় উপস্থিত ছিলেন।

রোববার (২৬ অক্টোবর) মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, অনুষ্ঠানে ট্রাম্প নিজের গুণগান গেয়েছেন, চুক্তিটিকে নানা বিশেষণে ভরিয়েও দিয়েছেন। থাইল্যান্ড ও কম্বোডিয়ার নেতারাও মার্কিন প্রেসিডেন্টের ভূয়সী প্রশংসা করেছেন।

ট্রাম্প বলেছেন, ‘এটি দক্ষিণপূর্ব এশিয়ার জন্য এক ঐতিহাসিক দিন। এক বিরাট পদক্ষেপ।’

চুক্তি স্বাক্ষরের জন্য প্রস্তুত থাকা ‍দুই প্রধানমন্ত্রীকে ‘ঐতিহাসিক ব্যক্তিত্ব’ হিসেবে আখ্যা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমি বলেছিলাম, এক রাউন্ডের গলফের চেয়ে এটা (যুদ্ধ থামানো) বেশি গুরুত্বপূর্ণ, গলফ খেলে আমি অনেক আনন্দ করতে পারতাম, কিন্তু এটা তারচেয়েও আনন্দের, লোকজনকে বাঁচানো ও দেশ বাঁচানো।’

ট্রাম্প দাবি করেন, ‘আট মাসে আমার প্রশাসন ৮টি যুদ্ধ থামিয়েছে। এর আগে কখনোই এমনটা হয়নি। গড়ে প্রতিমাসে একটি করে, এটা অনেকটা শখের মতো, এমনটা যদিও বলা উচিত না, কারণ এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু এই বিষয়ে আমি বেশ ভালো, এবং এটা করতে (যুদ্ধ বন্ধ) আমি পছন্দ করি।’