সময়ের জনমাধ্যম

চীনা নাগরিকের বেদম প্রহারে মালয়েশিয়ায় এক বাংলাদেশি গুরুতর আহত

Last Updated on 2 weeks by zajira news

সওকত হোসেন, মালয়েশিয়া প্রতিনিধি: চীনা নাগরিকের বেদম প্রহারে মালয়েশিয়ায় এক বাংলাদেশি কর্মী গুরুতর আহত হয়েছে।

মাতাল অবস্থায় চাইনিজ নাগরিকটি আজ মঙ্গলবার (২৮ অক্টোম্বর) দুপুরে কুয়ালালামপুরের ফেসসুইট হোটেলের লিফটের সামনে সুমন কুমার বিশ্বাসকে (৩০) মারাত্মকভাবে জখম করে।

পরে হোটেলের ম্যানেজার পুলিশকে কল করলে ঘটনাস্থল থেকে ঐ চাইনিজকে ধরে নিয়ে যায় পুলিশ। রক্তাত্ব অবস্থায় গুরুতর আহত সুমনকে কুয়ালালামপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

আহত সুমনের এক সহকর্মী থেকে জানা যায়, তারা উক্ত হােটেলের স্টুয়ার্ড সেকশনে কাজ করে। আজকে দুপুরে এক চাইনিজ গেস্ট লিফটের উঠার সময় নিচতলায় সুমনের সাথে কথা বলতে দেখা যায়। কথা বলার এক পর্যায় চাইনিজ নাগরিক তার হাতে থাকা মোবাইল দিয়ে এবং এলোপাতাড়ি কিল- ঘুঁষি মেরে সুমনের মুখে ও মাথায় জখম করে।

(বামে) কুয়ালামপুরের ফেসসুইট হোটেল ও (ডানে) কুয়ালালামপুরের হাসপাতালের বেডে আশঙ্কাজনক অবস্থাত সুমন। ছবি: জাজিরা নিউজ

আহত সুমনের বাড়ি যশোর। দীর্ঘ প্রায় ১০ বছর ধরে তিনি মালয়েশিয়া আছেন। হাসপাতালের ডাক্তাররা বলছেন, সুমনের অবস্থা আশঙ্কাজনক। তার মাথায় সিটি স্ক্যান করে পরবর্তী চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, প্রতিনিয়ত এই রকম মাতাল অবস্থায় তামিলদের হাতেও নির্যাতিত হতে হয় তাদের। বাংলাদেশি কর্মীদের অধিকার ও সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ হাইকমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছে প্রবাসীরা।