সময়ের জনমাধ্যম

এক মাসে লিবিয়া থেকে ফিরলেন ৯২৮ বাংলাদেশি

Last Updated on 23 seconds by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: এক মাসে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ৯২৮ জন বাংলাদেশি, যাদের তিন দফায় দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, লিবিয়ায় এখনও অনেক প্রবাসী রয়েছেন এবং তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য কার্যক্রম অব্যাহত রয়েছে।

দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, অক্টোবর মাসে তিন দফায় ৯২৮ বাংলাদেশিকে দেশে ফেরত আনা হয়েছে। এর মধ্যে, প্রথম ফ্লাইটে ৯ অক্টোবর দেশে ফিরেছেন ৩০৯ জন, দ্বিতীয় ফ্লাইটে ২৩ অক্টোবর ৩০৯ জন এবং তৃতীয় ফ্লাইটে ৩০ অক্টোবর ৩১০ জন প্রবাসী। লিবিয়া সরকারের সহযোগিতায় এই প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বর্তমানে লিবিয়ার ত্রিপলির তাজুইরা ও বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টারে অনেক বাংলাদেশি আটক রয়েছেন। তাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মুহাম্মদ খায়রুল বাশার জানান, বাংলাদেশ দূতাবাস বাংলাদেশের প্রবাসীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা রক্ষায় নিরলসভাবে কাজ করছে। বিপদগ্রস্ত ও অনিয়মিত অবস্থায় থাকা অভিবাসীদের মধ্যে যারা স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান, তাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস সর্বোচ্চ আন্তরিকতা ও সহানুভূতির সঙ্গে কাজ করছে।

দূতাবাসের সক্রিয় উদ্যোগের ফলে এই অভিবাসীদের জেল-জরিমানা মওকুফ করে নিরাপদে দেশে পাঠানো সম্ভব হয়েছে।