সময়ের জনমাধ্যম

ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য মোবাইল ব্যবহার করতে পারবেন না: ডিএমপি

Last Updated on 4 hours by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: রাজধানীতে দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য পুলিশ সদস্যদের মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যে এই নির্দেশনা জারি করা হয়েছে।

সোমবার (১০ নভেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

আদেশে বলা হয়েছে, সম্প্রতি দেখা যাচ্ছে দায়িত্ব পালনের সময় ডিএমপি সদস্যরা মোবাইল ফোন ব্যবহার করায় তাদের সতর্ক নজরদারি ও দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে। এতে করে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও নিজেদের ও জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।

এ অবস্থায় নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধে ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্য দায়িত্ব পালনের সময় মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না বলে নির্দেশে জানানো হয়।

নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট সদস্যের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।