সময়ের জনমাধ্যম

নিরাপত্তা জোরদারে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি চলছে

Last Updated on 1 month by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: জুলাই গণ–অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায় ঘোষণাকে কেন্দ্র করে রাজধানীজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার এ রায় ঘোষণা হবে। এদিন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ‘লকডাউন’ কর্মসূচি ডাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১২ নভেম্বর) সকাল থেকেই রাজধানীর প্রবেশপথে বাড়ানো হয়েছে চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম। বিমানবন্দর, আব্দুল্লাহপুর, ধানমণ্ডি ৩২, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, কাকরাইল ও হাইকোর্ট এলাকায় গাড়ি থামিয়ে চালকদের পরিচয়পত্র ও কাগজপত্র যাচাই করছে পুলিশ।

পাশাপাশি রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির কর্মকর্তারা জানান, নাশকতার আশঙ্কা মাথায় রেখে এই মোতায়েন করা হয়েছে। কেউ সহিংসতা বা ভাঙচুরের চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে।

এরই মধ্যে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে। ডিএমপির আটটি অপরাধ বিভাগ পৃথক অভিযানে আরও বেশ কয়েকজনকে আটক করেছে।

মঙ্গলবার রাত থেকে ফকিরাপুল, বঙ্গবন্ধু অ্যাভেনিউ, কাকরাইল, এলিফ্যান্ট রোডসহ রাজধানীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালানো হয়। হোটেল অতিথিদের জাতীয় পরিচয়পত্র, পেশা ও ঢাকায় আগমনের কারণ জানতে চাওয়া হয়। সন্দেহভাজনদের মোবাইল ফোনও পরীক্ষা করে দেখা হয়।

রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন, “সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই অভিযান চলছে। কলাবাগানের একটি মেস থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যারা নাশকতার পরিকল্পনায় ঢাকায় জড়ো হয়েছিল বলে ধারণা।

পুলিশ জানায়, সন্দেহভাজনদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তথ্য যাচাই করা হয় সিডিএমএস (অপরাধীদের ডাটাবেজ)–এ। অনেকের বিরুদ্ধেই পূর্বের মামলা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বলছেন, রায় ঘোষণার আগে ও পরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত তারা।