সময়ের জনমাধ্যম

ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আব্দুল গনিসহ ডিপিসি পুরস্কার পেলেন চারজন

Last Updated on 2 weeks by zajira news

অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব আয়োজিত ‘৪র্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা-২০২৫’ বিজয়ী হয়েছেন ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আব্দুল গণিসহ আরও তিনজন।

প্রথম পুরস্কার পেলেন উজ্জল কুন্ডু, দ্বিতীয় পুরস্কার পেলেন আব্দুল গনি , তৃতীয় পুরস্কার পেলেন মোঃ আমিনুল ইসলাম। এ ছাড়া ডিপিসি গ্রান্ড ট্রফি পেয়েছেন রাজীব রানা দাস।

ডিপিসি গ্রান্ড ট্রফি বিজয়ী রাজীব রানা দাসপুরস্কারের অর্থমূল্য পেয়েছেন ২৫,০০০ টাকা, প্রথম পুরস্কার বিজয়ী উজ্জল কুন্ডু পেলেন ১৫,০০০টাকা, দ্বিতীয় পুরস্কার বিজয়ী আবদুল গণি ১০,০০০টাকা, তৃতীয় পুরস্কার বিজয়ী মোঃ আমিনুল ইসলাম ৫,০০০ টাকাসহ প্রত্যেককে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ পুরস্কার বিতরণ ও প্রদর্শনী ২০২৫’ অনুষ্ঠানের আয়োজন করে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ঢাকা ফটোগ্রাফার্স ক্লাব ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানী বিজয়ী ইত্তেফাকের আলোকচিত্র সাংবাদিক আব্দুল গনির হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলোহাব সাইদানী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি ইউসুফ তুষার, জোবায়দা নাজনীন। সভাপতিত্ব করেন ঢাকা ফটোগ্রাফার্স ক্লাবের সভাপতি নজরম্নল ইসলাম চৌধুরী।

এ ছাড়া বিপিএস গোল্ড মেডেল পেয়েছেন আমিনুল ইসলাম, আনিসুর রহমান, এসএম মো¯ত্মাফিজুর রহমান, বিপুল আহমেদ। বিপিএস সিলভার মেডেল পেয়েছেন তামিম ই মোহাম্মদ, তানভির আহমেদ আবির, রাজীব রানা দাস, এসএম মো¯ত্মাফিজুর রহমান। বিপিএস ব্রোঞ্জ পেয়েছেন বিপুল আহমেদ, সজীব কর্মকার, মোঃ অহিদুল হাসান, আহমেদ রাসেল। জুরী পুরস্কার ডেয়েছেন মৌসুমী সিরাজ, বিপুল আহমেদ, রেজওয়ানুল হক। বেষ্ট ক্লাব পুরস্কার পেয়েছেন চিত্রচিত্মা ফটোগ্রাফি সার্কেল।

৪র্থ ডিপিসি জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী ২০২৫ এর আয়োজনে সর্বমোট অংশগ্রহনকারীর সংখ্যা ছিল ১৮৬ জন, যেখানে ৯০০ ছবি জমা পড়ে। তা থেকে নির্বাচিত ১৩৫টি ছবি প্রদর্শনীতে স্থান পায়।

জাতীয় চিত্রশালার ১নং গ্যালারীতে ৩দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী চলবে ৩০ নভেম্বর পযন্ত। সকাল ১১ টা থেকে রাত ৮ টা পর্যন্ত উম্মুক্ত থাকবে সবার জন্যে।