Last Updated on 2 weeks by zajira news
অনলাইন ডেস্ক, জাজিরা নিউজ: মারা গেলেন হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. তানভীর মাহমুদ।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে কারাগারে অসুস্থ হয়ে পড়ার পর রাত সাড়ে ১০টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ তথ্য নিশ্চিত করেছেন কারা অধিদফতরের এআইজি (উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ।
তিনি জানান, শনিবার দুপুরে অসুস্থতা বেড়ে গেলে তানভীরকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ১টা ৩৫ মিনিটে হাসপাতালে পাঠানো হয়। বিকেল ৪টায় তাকে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের নির্দেশে তাকে এক্সট্রা বেড-১৯ নম্বরে রাখা হয়েছিল।
জান্নাত-উল ফরহাদ আরও জানান, হাসপাতালে ভর্তির পর তানভীরের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তানভীরের বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি হলমার্ক কেলেঙ্কারির মামলায় কারাভোগ করছিলেন। তাকে কেরাণীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। তিনি দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্রে জানা গেছে, তানভীর মাহমুদ দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য জটিল শারীরিক সমস্যায় ভুগছিলেন। পরে শনিবার বেলা দেড়টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুযায়ী বিকেল চারটার দিকে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।
অস্তিত্বহীন কোম্পানির নামে ঋণ নিয়ে ১০ কোটি টাকা আত্মসাতের দায়ে হলমার্ক গ্রুপের তানভীর এবং তার স্ত্রী ও কোম্পানির চেয়ারম্যান জেসমিন ইসলামসহ নয়জনকে গত বছর যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মো. আবুল কাশেম এ রায় ঘোষণা করেন।
সোনালী ব্যাংক থেকে প্রায় চার হাজার কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় ২০১২ সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা এবং সোনালী ব্যাংকের কর্মকর্তাদের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এসব মামলার একটিতে তানভীরসহ বাকিরা সাজাপ্রাপ্ত ছিলেন।

