Last Updated on 1 week by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: বাংলাদেশের মেহেরপুরের মেয়ে জিনাত এ তাবাসসুম মালয়েশিয়ার স্বনামধন্য ইউনিভার্সিটি মালায়া থেকে অ্যাডুকেশন (ল্যাংগুয়েজ & লিটারেসি) বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
তাঁর গবেষণার বিষয় ছিল ‘EFL স্পিকিং দক্ষতা বাড়াতে কমিউনিটি অব ইনকোয়ারি ও ব্লেন্ডেড লার্নিং একসঙ্গে ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষকদের অনুশীলন (Teacher’s Practice of Synergizing Community of Inquiry and Blended Learning in EFL Speaking Competency)।
গত ২৯ নভেম্বর ইউনিভার্সিটি মালায়ার দেওয়ান তুনকু চ্যান্সেলরি-তে তাঁর কনভোকেশন অনুষ্ঠিত হয়।
তাঁর শিক্ষাজীবনের এই বড় অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়—এটি প্রবাসে অধ্যায়ন ও গবেষণারত অসংখ্য বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকের জন্য এক অনুপ্রেরণার বিষয়। এই সম্মানজনক ডিগ্রি শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতিকে আরও উজ্জ্বল করবে।
শিক্ষাজীবনের পাশাপাশি ড. জিনাত মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও স্টুডেন্ট গ্রুপের একজন পরিচিত মুখ।
জিনাত সাউথইস্ট ইউনিভার্সিটি, ঢাকা থেকে ইংরেজিতে ব্যাচেলর করেন। তিনি ব্যাচের টপ রেজাল্টের অধিকারী ছিলেন। পরে মালয়েশিয়ার জিওম্যাটিকা ইউনিভার্সিটি থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট মেজর নিয়ে এমবিএ করেন। সেখানেও তিনি টপ রেজাল্ট এবং বেস্ট অ্যাওয়ার্ড অর্জন করেন।
ড. জিনাত এ তাবাসসুম বর্তমানে সিনিয়র পিটিই ট্রেইনার হিসেবে একটা ইন্টারন্যাশনাল প্লাটফর্মে কর্মরত আছেন। তাঁর গ্রামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার কাজিপুর গ্রামে। তাঁর বাবার নাম আমিনুল হক রতন ও মা রাশিদা খাতুন।


