Last Updated on 7 days by zajira news
আন্তর্জাতিক ডেস্ক, জাজিরা নিউজ: ভারতের গোয়া রাজ্যের উত্তরাঞ্চলের আরপোরা এলাকায় একটি জনপ্রিয় নৈশক্লাবে বড় ধরনের অগ্নিকাণ্ডে পর্যটকসহ অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, রোববার (৭ ডিসেম্বর) মধ্যরাতে একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ক্লাবটিতে আগুন লাগে।
গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তের ভাষ্য অনুযায়ী, এই আগুনে বেশ কয়েকজন পর্যটক ও রান্নাঘর কর্মী মারা গেছেন।
সামাজিক মাধ্যমে এক্স এ সাওয়ান্ত লিখেছেন, “গোয়ায় আমরা যারা আছি সবার জন্য আজ একটি অত্যন্ত বেদনাদায়ক দিন। আরপোরায় বড় ধরনের একটি অগ্নিকাণ্ডে ২৩ জন মানুষের প্রাণহানি হয়েছে।”
মুখ্যমন্ত্রী তার পোস্টে ২৩ জন নিহতের কথা বললেও পরে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, আরপোরার রোমিও লেনের ওই নৈশক্লাবে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছে।
কর্মকর্তাদের জানানো প্রাথমিক তথ্য অনুযায়ী আরও প্রায় ৫০ জন আহত হয়েছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে আর তাদের গোয়া মেডিকেল কলেজে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

