Last Updated on 1 week by zajira news
সজিব হাসান, মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ার সেলানগর রাজ্যের সেলায়াং বারু এলাকায় এক সমন্বিত অভিযানে বাংলাদেশিসহ মোট ৮৪৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
শনিবার (৬ ডিসেম্বর) রাত ৮টা থেকে সেলায়াং বাজার ও সেলায়াং তানি মার্কেট এলাকায় পরিচালিত অভিযানে মোট ১ হাজার ১১৬ জনের কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজপত্র না থাকায় এদের মধ্যে ৮৪৩ জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ইন্দোনেশিয়া, ভারত, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিকও রয়েছেন। তবে কতজন বাংলাদেশি রয়েছেন তা নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
অভিযানে সেলানগরের মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি নেতৃত্ব দেন। তিনি বলেন, রাজধানীর নিকটবর্তী হওয়ায় সেলায়াং বারু এলাকায় বিপুল সংখ্যক বিদেশি শ্রমিক অবৈধভাবে অবস্থান করছিলেন এবং অনেকেই রাস্তার পাশে অনুমতি ছাড়া ব্যবসা চালাচ্ছিলেন। জননিরাপত্তা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুযায়ী অভিযান পরিচালিত হয়েছে।
আটককৃতদের মধ্যে ৩৫ জন নারী রয়েছেন; সবার বয়স ২১ থেকে ৫৩ বছরের মধ্যে। তাদের বিরুদ্ধে ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে থাকা, বৈধ পরিচয়পত্র না থাকা এবং জাল নথি ব্যবহারের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মাদক সংশ্লিষ্টতার অভিযোগে দু’জন মালয়েশীয় নাগরিকও আটক হয়েছেন।
৩৫৮ সদস্যের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে ইমিগ্রেশন বিভাগ, পুলিশ, সেনাবাহিনী ও জাতীয় নিবন্ধন বিভাগের প্রতিনিধিরা অংশ নেন।
আটক অভিবাসীদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সেমেনিহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
মুখ্যমন্ত্রী আমিরুদিন শারি সতর্ক করে বলেন, ‘অবৈধ কর্মী নিয়োগ করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ভবিষ্যতেও অব্যাহত থাকবে এ ধরনের চিরুনি অভিযান।’


