সময়ের জনমাধ্যম

মালয়েশিয়ায় অসামাজিক কার্যকলাপের আস্থানায় অভিযানে বাংলাদেশিসহ আটক ১৩৯ বিদেশি

Last Updated on 6 days by zajira news

মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রাজধানী কুয়ালালামপুরে ১৩টি অবৈধ পতিতালয় ও অসামাজিক কার্যকলাপের আস্তানায় একযোগে সাঁড়াশি অভিযান চালিয়েছে।

অভিযানে বাংলাদেশিসহ মোট ১৩৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ১১২ জন নারী এবং ২৭ জন পুরুষ।

রোববার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কুয়ালালামপুরের বিদেশি অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত জালান পেতালিং, জালান ইম্বি এবং জালান পুডুতে এই সমন্বিত অভিযান পরিচালনা করা হয়।

ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিরেক্টর বাসরি ওসমান জানান, মোট ২০৫ জনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে ১৩৯ জনকে বিভিন্ন অপরাধে আটক করা হয়েছে।

আটকদের মধ্যে বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, ভারত, নেপাল এবং শ্রীলঙ্কার নাগরিক রয়েছেন। তাদের সবার বয়স ২০ থেকে ৬৫ বছরের মধ্যে। এছাড়া এই চক্রের সাথে জড়িত সন্দেহে ২০ জন স্থানীয় (মালয়েশিয়ান) পুরুষকেও আটক করা হয়েছে, যারা আস্তানাগুলোর কেয়ারটেকার বা ‘ক্যাপ্টেন’ হিসেবে কাজ করত।

ইমিগ্রেশন বিভাগের তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য যেখানে শিফটভিত্তিক কাজে পতিতালয়গুলো দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকত। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা এবং সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৬টা। এই দুই শিফটে অসামাজিক কার্যকলাপ চলত। গ্রাহকদের জন্য কোনো অগ্রিম বুকিংয়ের প্রয়োজন হতো না। বিদেশি ও স্থানীয় গ্রাহকদের জন্য সর্বনিম্ন ফি নির্ধারণ করা হয়েছিল মাত্র ৬০ রিঙ্গিত।

ধরা পড়ার ঝুঁকি এড়াতে অভিযুক্ত নারীদের কাজের জায়গায় রাখা হতো না। তাদের জন্য আলাদা জায়গায় ঘর ভাড়া করা হয়েছিল। ভবনের ভেতরে দেয়াল তুলে অবৈধভাবে ছোট ছোট গোপন কক্ষ তৈরি করা হয়েছিল।

অভিযান চলাকালে জালান পেতালিং এলাকায় বিদেশি যাত্রীসহ একটি গাড়ি পালানোর চেষ্টা করলে ইমিগ্রেশন কর্মকর্তারা সেটিকে ধাওয়া করে গতিরোধ করেন।

আটক সব বিদেশি নাগরিককে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন ডিপো, বেরানাং এবং সেমেনয়িহ ইমিগ্রেশন ক্যাম্পে পাঠানো হয়েছে। দেশটির অভিবাসন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে তাদের বিরুদ্ধে।