Last Updated on 6 days by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মালয়েশিয়ায় ১৬ বছর বয়সি এক কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে ৩১ বছর বয়সি এক বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই ওই যুবককে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবক নেগারি সেম্বিলান রাজ্যের তামান সেমারাকের একটি মুদি দোকানে কাজ করতেন। ভুক্তভোগী কিশোরীও একই দোকানে তার সহকর্মী ছিল।
গত ৩০ এপ্রিল কিশোরীর মা তার মেয়ের শারীরিক পরিবর্তন লক্ষ্য করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর জানা যায় কিশোরীটি সাত মাসের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে ক্লিনিক কর্তৃপক্ষের পরামর্শে ওই কিশোরীর পরিবার পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে।
নিলাই জেলা পুলিশ সুপার জোহরি ইয়াহইয়া এক বিবৃতিতে জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পর অভিযুক্ত বাংলাদেশি যুবক মালয়েশিয়া থেকে পালিয়ে বাংলাদেশে চলে গিয়েছিলেন। দীর্ঘ কয়েক মাস পর সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১১টা ৪৪ মিনিটে তিনি পুনরায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেন।
তবে অভিযুক্ত বাংলাদেশি যুবকটি ইমিগ্রেশন পার হওয়ার সময় পূর্বের রেকর্ড চলে আসায় বিমানবন্দরের অ্যারাইভাল হলে পৌঁছাতেই আগে থেকে সতর্ক থাকা পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক স্বীকার করেছেন যে মুদি দোকানে কাজ করার সময় তিনি ওই কিশোরীকে চারবার ‘ধর্ষণ’ করেছিলেন।
পুলিশ সুপার জোহরি ইয়াহইয়া আরও জানান, অভিযুক্ত বাংলাদেশিকে রিমান্ডের আবেদনের জন্য মঙ্গলবার (৯ অক্টোবর) সেরেম্বান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। পুরোদমে ঘটনার তদন্ত চলছে।


