Last Updated on 19 hours by zajira news
জাজিরা নিউজ ডেস্ক: রাত পোহালেই বিজয় দিবস। এদিন জাতির বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।
গণপূর্ত অধিদপ্তর এ উপলক্ষে নানা প্রস্তুতি গ্রহণ করেছে। ধুয়ে-মুছে রং-তুলির আঁচড়ে সাজানো হয়েছে স্মৃতিসৌধ প্রাঙ্গণ। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
সোমবার দুপুরে গিয়ে দেখা যায়, জাতীয় স্মৃতিসৌধে রং তুলির কাজ সম্পূর্ণ করা হয়েছে। এ ছাড়া বাহারি ফুলের গাছ ও টব দিয়ে লাল-সবুজে আভায় সাজানো হয়েছে প্রাঙ্গণকে। শহীদ বেদী ও গণকবর ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে।
সাভার জাতীয় স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার খান আনু বলেন, স্মৃতিসৌধ প্রাঙ্গণকে ধুয়ে-মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। আলোকসজ্জা, লেক সংস্কার, শহীদ বেদী শ্রদ্ধা জানানোর জন্য সম্পূর্ণ প্রস্তুত।
দিবসটির প্রথম প্রহরে স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদ, তিন বাহিনীর প্রধান, বিদেশি কূটনৈতিক, মুক্তিযোদ্ধাসহ লাখ মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
এদিকে মহান বিজয় দিবস ঘিরে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ ও তার আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। সাদা পোশাকে পুলিশের পাশাপাশি চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন, আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। চার হাজারের বেশি পুলিশ সদস্য মোতায়ন করা হয়েছে। সাদা পোশাকে পুলিশ সদস্যরা টহলরত অবস্থায় রয়েছে।


