Last Updated on 39 seconds by zajira news
মালয়েশিয়া প্রতিনিধি, জাজিরা নিউজ: মহান বিজয়ের ৫৪তম দিবস উপলক্ষে মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সর্ববৃহৎ ও সর্বজনীন সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে লিজেন্ড গ্লোবাল প্রীতি ক্রিকেট ম্যাচ।
গত রবিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার Asia Pacific University (APU)-এর টেকনোলজি পার্ক মাঠে এই প্রীতি ম্যাচটি আয়োজন করা হয়। এতে মালয়েশিয়ার ২০টি বিশ্ববিদ্যালয় থেকে বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত একজন করে খেলোয়াড় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠিত ম্যাচটি প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে। এ সময় বাংলাদেশি কমিউনিটির সদস্যদের পাশাপাশি বিদেশি অতিথিরাও উপস্থিত ছিলেন। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং দেশের সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও স্মরণপর্ব অনুষ্ঠিত হয়। প্রতি বছরের মতো এবারও বিজয় দিবস উপলক্ষে এই প্রীতি ম্যাচের আয়োজন করে বিএসওএম।
ম্যাচে মুখোমুখি হয় গালিবের লাল একাদশ ও আসিফের সবুজ একাদশ। ফারহানের দুর্দান্ত ব্যাটিংয়ে ৭৬ রানের হাফ-সেঞ্চুরির সুবাদে সবুজ একাদশ ৪৩ রানের ব্যবধানে লাল একাদশকে পরাজিত করে। লাল দলের পক্ষে গালিব ১৯ রানে ২ উইকেট শিকার করেন। অসাধারণ পারফরম্যান্সের জন্য ফারহান ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসওএমের উপদেষ্টা ড. শরিফুল ইসলাম, ব্যবসায়ী জাকারিয়া হোসাইন, তোফাজ্জল হোসাইন, ফাওয়াজ রহমান এবং আদিবা আহমেদ। ম্যাচ আয়োজন কমিটিতে দায়িত্ব পালন করেন আসিফ রহমান, সাকিব মিয়া ও মুত্তাকিন।
অনুষ্ঠান শেষে বিএসওএম সভাপতি আসাদুল্লাহ আল গালীব রাব্বি আয়োজক কমিটি ও পৃষ্ঠপোষক লিজেন্ড গ্লোবালকে ধন্যবাদ জানিয়ে বলেন, “খেলাধুলার মাধ্যমে সবাইকে একত্রিত করা যায়। এ ধরনের আয়োজন প্রবাসে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বৃদ্ধি করে।”
উল্লেখ্য, বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়া (বিএসওএম) ২০১৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রবাসে বাংলাদেশের শিক্ষা, খেলাধুলা, সংস্কৃতি ও ঐক্যকে এগিয়ে নিতে সংগঠনটি শুরু থেকেই বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও একাডেমিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।


