Last Updated on 11 months by admin
প্রযুক্তি ডেস্ক, জাজিরা নিউজ: জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটককের সঙ্গে প্রতিযোগিতায় ইউটিউবেও নতুন নতুন ফিচার সংযোজনে পিছিয়ে নেই।
এবার ইউটিউব শর্টস-এ “রিমিক্স” নামে নিয়ে এলো নতুন ফিচার । এই ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা মিউজিক ভিডিওর নিজস্ব ভার্সন তৈরি করতে পারবেন।
এর আগে গত বছর শর্টস প্ল্যাটফর্মের জন্য কোলাব এবং ফান এফেক্ট ফোর শর্টস এর মতো ফিচার নিয়ে এসেছিল ইউটিউব। শর্টস-এ রিমিক্স ভিডিও তৈরির জন্য ক্রিয়েটরদের ‘রিমিক্স’ অপশনে ট্যাপ করতে হবে। এখানে ব্যবহারকারীরা চারটি বিকল্প পাবেন- সাউন্ড, গ্রিন স্ক্রিন, কাট ও কোলাব।
রিমিক্স ফিচারে ক্রিয়েটররা ভিডিও থেকে শব্দ নিতে পারবেন বা তারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড কেটে শর্টস-এ অন্তর্ভুক্ত করতে পারবেন।
নতুন এই ফিচার ব্যবহার করে শর্টস নির্মাতাদের ভিডিও বাড়ার সঙ্গে আয়ও বাড়বে। ধারনা করা হচ্ছে আগামী দিনে টিকটক থেকে বেশ জনপ্রিয়তা পাবে ইউটিউব ‘শর্টস’।
উল্লেখ্য, ২০২৩ সালে ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ইউটিউব ‘শর্টস’। তারপর থেকেই বাড়ছে জনপ্রিয়তা। এই ফিচার আসায় ফের জনপ্রিয়তা পাবে ইউটিউবের ‘শর্টস’ ব্যবহারকারীরা।